নিজস্ব প্রতিবেদক, রংপুর : রংপুর বিভাগে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় ৭ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া সাতজনের মধ্যে ঠাকুরগাঁওয়ের তিনজন, দিনাজপুরের দুজন, লালমনিরহাট ও রংপুরের একজন করে রয়েছেন। একই সময়ে ৮৪৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আজ রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক আবু মো. জাকিরুল ইসলামের
স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় বিভাগে নমুনা পরীক্ষা হয়েছে ২ হাজার ২২৭ জনের। করোনা শনাক্ত হওয়া ৮৪৩ জনের মধ্যে দিনাজপুর জেলার ৪৮৩, ঠাকুরগাঁওয়ের ১৮৮, নীলফামারীর ৩৮, পঞ্চগড়ের ৩৩, কুড়িগ্রামের ২৪, লালমনিরহাটের ৫, গাইবান্ধার ১৯ ও রংপুরের ৫৩ জন রয়েছেন। বিভাগে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ৪৭৪ জন। এর মধ্যে দিনাজপুর জেলার ১৭২, রংপুরের ১০৮, ঠাকুরগাঁওয়ের ৬৫, পঞ্চগড়ের ২১, নীলফামারীর ৩৮, লালমনিরহাটের ২০, কুড়িগ্রামের ২৭ ও গাইবান্ধার ২৩ জন রয়েছেন।
করোনার সংক্রমণ প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক আবু মো. জাকিরুল ইসলাম।

 
 
 
 
 
 
 
 
 
 

0 coment rios: