কাউনিয়ায় ছাত্রলীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ “শিক্ষা শান্তি প্রগতী“ ছাত্রলীগের মূল নীতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের কাউনিয়া উপজেলা শাখা ছাত্রলীগের আয়োজনে ও বালাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের তথ্বাবধানে ২৮শে জানুয়ারি বীর মুক্তিযোদ্ধা টিপুমুন্সি অডিটরিয়ামে আলোচনা সভা ও ছাত্র সামাবেশের আয়োজন করে। এ উপলক্ষে উপজেলা ছাত্রলীগ এক বর্নাঢ্য আয়োজন করে এর মধ্যে ছিল র্যালী , আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ।
উক্ত অনষ্ঠানে উপজেলা ছাত্রলীগের সভাপতি সুশান্ত সরকারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আশিকুর রহমান অশিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আনোয়ারুল ইসলাম (মায়া), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদবাগ ইউপির চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব এম এ হান্নান,বালাপাড়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলগের সভাপতি আনছার আলি,সম্পাদক দিলদার আলি,রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রনি, এছাড়াও উপস্থিত ছিলেন বালাপড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ আরিফ ইসলাম সম্পাদক ঈসমাইল হোসেন বিপু সহ আ’লীগ ও তাঁর সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

0 coment rios: