কাউনিয়ায় ভোক্তা অধিকার আইন বিষয়ক সচেতনতামূলক সভা।
মোঃ আসাদুজ্জামান,কাউনিয়া ঃ
কাউনিয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ বিষয়ে সচেতনতামূলক সভা গত বুধবার বিকালে বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্শি অডিটরিয়ামে নির্বাহী অফিসার মোছাঃ উলফৎ আরা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর (ঢাকা) বাবলু কুমার সাহা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিচালক ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর (রংপুর) খন্দকার মোঃ নুরুল আমিন, ভাইস চেয়ারম্যান আঃ রাজ্জাক, ক্যাব সভাপতি রংপুর মোঃ আব্দুর রহমান। অনান্যের মাঝে বক্তব্য রাখেন সহকারী পরিচালক ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর রংপুর আকতার পারভীন,যুব উন্নয়ন কর্মকর্তা সামসুজ্জামান আজাদ, ইন্সেপেক্টর (তদন্ত) সেলিমুর রহমান,প্রমূখ। প্রধান অতিথি বলেন বাঁচতে হলে জানতে হবে। ভোক্তা অধিকার আইন ২০০৯ আমাদের সকলেরই জানতে হবে এবং সে অনুযায়ী চলতে হবে। সভায় শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, কর্মকর্তা, ব্যবসায়ীরা অংশ গ্রহন করে।



0 coment rios: