কাউনিয়ায় বউ-শ্বাশুড়ী মেলা অনুষ্ঠিত :
স্টাফ রিপোর্টার :
রংপুরের কাউনিয়ায় সাড়া ফেলেছে বউ শ্বাশুড়ী মেলা। গত বৃহস্পতিবার রংপুর জেলার কাউনিয়া উপজেলা ১নং সারাই ইউনিয়নের আলহাজ আব্দুল গফুর উচ্চ বিদ্যালয় পাঠের বউ-শ্বাশুড়ী মেলাতে মেলাতে ঢল নামে সাধারন মানুষের। ১নং সারাই ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ পরিবার কল্যাণ কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির আয়োজনে সকাল থেকে উৎসব মুখর পরিবেশে কয়েক হাজার নারী-পুরুষ ও স্কুল কলেজের কিশোর-কিশোরীরা উপস্থিত হন মেলাস্থলে।
ল্যাম্প বর্ন অন টাইম প্রকল্পের সহযোগিতায় মেলায় প্রধান অতিথি ছিলেন, রংপুর পরিবার পরিকল্পনার ডি.ডি সাইদুর ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার উলফৎ আরা বেগম, কাউনিয়া পরিবার পরিকল্পনা কর্মকর্তা শিহাব উদ্দিন শেখ, ল্যাম্ব বর্ন অন টাইম প্রজেক্টের টিসি লিটন দাস। আরও উপস্থিত ছিলেন ১নং সারাই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও প্যানেল চেয়ারম্যান বুলবুল ইসলাম প্রমুখ। মেলায় ৫ ষ্টোল ২৭ জন বউ- শ্বাশুড়ী ও স্বামীকে পুরস্কার প্রদান করা হয়।

0 coment rios: