স্টাফ রিপোর্টার,কাউনিয়া ঃ কাউনিয়া উপজেলার উপজেলা শহীদবাগ বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ বজলুর রহমান এর মা ও মরহুম সাহেব আলী মুন্সির স্ত্রী শুমতিভান বেওয়া গত মঙ্গলবার রাতে বাদ্ধক্যজনিত কারেন তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহে.......রাজেউন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
গত বুধবার বিকালে শহীদবাগ স্কুল এন্ড কলেজ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় উপজেলা চেয়ারম্যান,ভাইসচেয়ারম্যান,হারাগাছ পৌর মেয়র,সকল ইউপি চেয়ারম্যান, জনপ্রতিনিধি,রাজনৈতিক দলের নেতা, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও সুধীসহ শতশত মানুষ অংশ গ্রহন করে। জানাজা শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। মৃত্যু কালে ৩পুত্র ও ২ কন্যাসহ অশংখ্য গুনগ্রাহী রেখেগেছেন। তার মৃতুত্যে এলাকায় শোকের ছায়া নেমে আসে।


0 coment rios: