কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় গৃহবধূ ধর্ষণ মামলার পলাতক আসামি ছাইরুদ্দিন (৩৫) সাত মাস পর গ্রেফতার হয়েছে। র্যাব-১২ এর একটি টিম বুধবার রাতে বগুড়া জেলার শেরপুর থানা এলাকা থেকে তাকে আটক করে এবং পরে কাউনিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
ছাইরুদ্দিন উপজেলার চর ঢুষমাড়া গ্রামের গোলাম হোসেনের ছেলে। বৃহস্পতিবার তাকে আদালতে উপস্থাপন করে রংপুর কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ডন কংকনের তথ্য অনুযায়ী, গত বছরের ১৪ জুলাই রাতের বেলায় স্বামী বাড়িতে না থাকার সুযোগে ছাইরুদ্দিন ওই নারীর ঘরে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় শারীরিকভাবে আঘাত করার পাশাপাশি ঘর থেকে লক্ষাধিক টাকা চুরি করে নিয়ে যায়। ছাইরুদ্দিন ধর্ষিতার প্রতিবেশী ও চাচা শ্বশুর।ঘটনার পরদিন ভুক্তভোগী তার স্বামীকে বিষয়টি জানালে, ২২ জুলাই স্বামী বাদী হয়ে কাউনিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এরপর থেকেই আসামি আত্মগোপনে চলে যায়।ওসি আব্দুল লতিফ জানান, মামলার পর থেকেই আসামি ছাইরুদ্দিন পলাতক ছিল। তাকে গ্রেফতারে পুলিশ ও র্যাব যৌথভাবে অভিযান চালায়। অবশেষে র্যাব-১২ বগুড়া শাখার একটি আভিযানিক টিম প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে। বুধবার রাতে বগুড়ার শেরপুর থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে খবর পেয়ে কাউনিয়া থানা পুলিশ আসামিকে বগুড়া থেকে নিয়ে আসে।বৃহস্পতিবার সকালে আসামিকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।