RDNEWSBD

সংবাদ শিরোনাম
লোডিং...
Menu

সর্বশেষ

Friday, February 14, 2025

কাউনিয়ার ধর্ষণ মামলার আসামি বগুড়ায় গ্রেফতার  র‌্যাব-১২

কাউনিয়ার ধর্ষণ মামলার আসামি বগুড়ায় গ্রেফতার র‌্যাব-১২

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় গৃহবধূ ধর্ষণ মামলার পলাতক আসামি ছাইরুদ্দিন (৩৫) সাত মাস পর গ্রেফতার হয়েছে। র‌্যাব-১২ এর একটি টিম বুধবার রাতে বগুড়া জেলার শেরপুর থানা এলাকা থেকে তাকে আটক করে এবং পরে কাউনিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে।


ছাইরুদ্দিন উপজেলার চর ঢুষমাড়া গ্রামের গোলাম হোসেনের ছেলে। বৃহস্পতিবার তাকে আদালতে উপস্থাপন করে রংপুর কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ডন কংকনের তথ্য অনুযায়ী, গত বছরের ১৪ জুলাই রাতের বেলায় স্বামী বাড়িতে না থাকার সুযোগে ছাইরুদ্দিন ওই নারীর ঘরে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় শারীরিকভাবে আঘাত করার পাশাপাশি ঘর থেকে লক্ষাধিক টাকা চুরি করে নিয়ে যায়। ছাইরুদ্দিন ধর্ষিতার প্রতিবেশী ও চাচা শ্বশুর।ঘটনার পরদিন ভুক্তভোগী তার স্বামীকে বিষয়টি জানালে, ২২ জুলাই স্বামী বাদী হয়ে কাউনিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এরপর থেকেই আসামি আত্মগোপনে চলে যায়।ওসি আব্দুল লতিফ জানান, মামলার পর থেকেই আসামি ছাইরুদ্দিন পলাতক ছিল। তাকে গ্রেফতারে পুলিশ ও র‌্যাব যৌথভাবে অভিযান চালায়। অবশেষে র‌্যাব-১২ বগুড়া শাখার একটি আভিযানিক টিম প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে। বুধবার রাতে বগুড়ার শেরপুর থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে খবর পেয়ে কাউনিয়া থানা পুলিশ আসামিকে বগুড়া থেকে নিয়ে আসে।বৃহস্পতিবার সকালে আসামিকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


কাউনিয়ায় ইসলামী সমাজ কল্যান পরিষদের বার্ষিক সাধারন সভা

কাউনিয়ায় ইসলামী সমাজ কল্যান পরিষদের বার্ষিক সাধারন সভা

মোঃ আসাদুজ্জামান কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ কাউনিয়ায় ইসলামী সমাজ কল্যান পরিষদের বার্ষিক সাধারন সভা ২০২৫ রেজিষ্ট্রি অফিস মসজিদে শুক্রবার বিকেলে  তিস্তা ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মোঃ এনামুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

বার্ষিক সাধারন সভায় বক্তব্য রাখেন প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, হারাগাছ সরকারী কলেজের সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম সাজু, ইসলামী আন্দোলন বাংলাদেশ কাউনিয়া শাখার সভাপতি আলহাজ্ব ইদ্রিস আলী, উপজেলা মসজিদের ইমাম মাওলানা আঃ লতিফ, কাউনিয়া কলেজের সহকারী অধ্যাপক ফিরোজ আলম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এনামুল হক গ্রেনেট, রাকুর ম্যানেজার নুরে আলম সিদ্দিক সাজু, সমাজ কল্যান পরিষদের সদস্য ও বিশিষ্ট্য ব্যবসায়ী সাইফুল ইসলাম, আলহাজ্ব রেজাউল করিম রুবেল, শাহ আলম, আবির আলী মন্ডল, সমাজ কল্যান পরিষদের সাধারন সম্পাদক মোঃ  সেলিম রেজা মিল্টন মিল্টন প্রমূখ। সভায় ২০২৪-২০২৫ এর আয় ব্যায় উপস্থাপন করা হয়। সংস্থাটি ২০১১ সালে প্রতিষ্ঠিত হয়ে অদ্যবধি সমাজের বিভিন্ন শ্রেনী পেশার অসহায় মানুষের পাশে থেকে সহযোগিতার কাজ করে চলেছে। আগামীতে সংস্থার আরো সদস্যবৃদ্ধি ও জমি ক্রয়ের বিষয়ে সিন্ধান্ত গৃহীত হয়। 

 গাজায় বাংলাদেশিদের নির্মিত মসজিদ সংস্কার সম্পন্ন: নিয়মিত নামাজ চালু

গাজায় বাংলাদেশিদের নির্মিত মসজিদ সংস্কার সম্পন্ন: নিয়মিত নামাজ চালু

গাজায় সমুদ্রের নিকটবর্তী হওয়ায় প্রচণ্ড বাতাস ও প্রখর রোদে বাংলাদেশিদের অর্থায়নে নির্মিত মসজিদগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছিল, যার ফলে নামাজ আদায়ে গাজাবাসীরা ভোগান্তির শিকার হচ্ছিলেন। দীর্ঘদিন ধরে মসজিদগুলোর সংস্কারের জন্য স্থানীয়দের পক্ষ থেকে অনুরোধ আসছিল।


আলহামদুলিল্লাহ! মহান আল্লাহর অশেষ রহমতে, খান ইউনিসের আল মায়াউশিতে অবস্থিত "মসজিদ আলহাজ্ব শামসুল হক" ASH Foundation-এর উদ্যোগে সংস্কারের কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে মসজিদটি পুনরায় চালু হয়েছে এবং জুমাসহ নিয়মিত নামাজ আদায় হচ্ছে।উল্লেখ্য, ASH Foundation-এর ব্যবস্থাপনায় গাজায় তিনটি মসজিদ নির্মিত হয়েছে। পাশাপাশি, যুদ্ধ ও ধ্বংসযজ্ঞে ক্ষতিগ্রস্ত মসজিদগুলোর পুনর্নির্মাণ ও নতুন মসজিদ স্থাপনের পরিকল্পনা রয়েছে।

যদিও যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়েছে, তবুও বিভিন্ন স্থানে নির্যাতন ও অরাজকতা অব্যাহত রয়েছে। স্থানীয়দের পক্ষ থেকে প্রতিনিয়ত নানা ধরনের প্রয়োজনীয়তার কথা জানানো হচ্ছে।বাংলাদেশের মানুষের ভালোবাসা ও সহযোগিতার মাধ্যমে ASH Foundation নিয়মিত জরুরি মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করছে, যার মধ্যে রয়েছে: জরুরি পানি সরবরাহ,খাবার বিতরণ,তাঁবু নির্মাণ,টয়লেট স্থাপন,মসজিদ নির্মাণ,সোলার বিদ্যুৎ ব্যবস্থা,শীতবস্ত্র বিতরণ।গাজার নির্যাতিত মানুষের পাশে দাঁড়াতে এবং ASH Foundation USA INC. ও আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন-এর চলমান মানবিক কার্যক্রমে অংশগ্রহণ করতে আগ্রহীদের সহযোগিতার আহ্বান জানানো হচ্ছে।

Thursday, February 13, 2025

তিস্তা মেগা প্রকল্পের বাস্তবায়ন চাই ----অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু

তিস্তা মেগা প্রকল্পের বাস্তবায়ন চাই ----অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ তিস্তা নদীরক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন তিস্তা আমাদের মায়ের মতো।

 তিস্তা নদীকে ঘিরে আমাদের ছিল গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু। ভারতের আগ্রসনে সেই তিস্তা নদীকে রাক্ষুশে নদীতে পরিনত করেছে। পতিত রাক্ষুশে সরকারের নতজানু পররাষ্ট্রনীতির ফলে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায় করতে পারে নি। বিনা ভোটে শেখ হাসনা যত বার নির্বাচিত হয়েছে ততবার মুদি সরকার অভিনন্দন জানিয়েছে। সীমান্তে অন্যায় ভাবে আমাদের নিরিহ মানুষে গুলি করে হত্যা করেছে তার প্রতিবাদ পর্যন্ত তরা করতে পারে নি। বিগত ১৬ বছর যগদ্দল পাথরের মতো বসে ছিল। বিনা দোশে বেগম খালেদা জিয়াকে ৬বছর বন্দি করে রাখা হয়েছিল।

আমাদের জীবন রেখা তিস্তা নদীকে ঘিরে অনেক মানুষের জীবন জীবিকা নির্বাহ হয়। সে নদী আজ মরুভূমিতে পরিনত হয়েছে। নদী খনন না করায় বর্ষায় নদী ভাঙ্গনে হাজার হাজার মানুষ গৃহহারা হয়ে পড়েছে। বন্যায় ভেসে নিয়ে যায় কৃষকের স্বপ্ন সোনালী ফসল আর শুষ্ক মৌসুমে পানির অভাবে ফসল ফলাতে পারেনা কৃষকেরা। তাই তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় ও মেগা প্রকল্প বাস্তবায়ন অবিলম্বে করতে হবে। আমাদের দাবী বিদেশি টাকায় না হোক দেশের টাকায় আমরা তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়ন চাই। কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার বিকালে তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়ন ও পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবীতে তিস্তা রেল ও সড়ক সেতু পাড়ে ১৭-১৮ ফেব্রæয়ারী দুইদিন ব্যাপী লাগাতার কর্মসূচী সফল করতে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিস্তা রক্ষা আন্দোলন কমিটির সমন্বয়ক কাউনিয়া উপজেলা বিএনপির সভাপতি এমদাদুল হক ভরসার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিস্তা রক্ষা আন্দোলনের সমন্বয়ক জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম সফি, মহিলা দলের জেলা সাধারন সম্পাদক রওশনারা রতনা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক রাকিবুল হাসান পলাশ, টেপামধুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নূরল ইসলাম, যুবদলের আহবায়ক আব্দুর রহিম, রংপুর জেলা শ্রমিক দলের যুগ্ম-আবায়ক সাদিকুল ইসলাম প্রমূখ। বক্তারা বলেন অবিলম্বে তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় ও মেগা প্রকল্প বাস্তবায়ন করতে হবে তা না হলে বৃহৎ কর্মসূচী দিয়ে দাবী আদায় করা হবে। সভায় বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশ গ্রহন করেন। 

আওয়ামী লীগ নিষিদ্ধ ও বিচারের দাবিতে কাউনিয়ায় কফিন মিছিল,

আওয়ামী লীগ নিষিদ্ধ ও বিচারের দাবিতে কাউনিয়ায় কফিন মিছিল,

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: গাজীপুরে আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে নিহত আবুল কাশেম হত্যার প্রতিবাদ এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কফিন মিছিল করেছে কাউনিয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির প্রতিনিধিরা।

বৃহস্পতিবার (১৩ ফেব্রয়ারি) রাত ৯টার দিকে মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শহিদ মিনার চত্বরে বিক্ষোভকারীরা জড়ো হন। সেখান থেকে কফিন মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।মিছিলে অংশগ্রহণকারীরা "দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা", "মুজিববাদ মুর্দাবাদ", আবু সাইদ মুগ্ধ "শেষ হয়নি যুদ্ধ" ইত্যাদি শ্লোগান দেন।সমাবেশে বক্তারা আওয়ামী লীগ নিষিদ্ধ ও খুনিদের শাস্তির দাবি  জানিয়ে বলেন, ফ্যাসিষ্ট আওয়ামী সরকার জনগণের অধিকার হরণ করছে এবং রাজনৈতিক হত্যাকাণ্ড চালিয়েছে। বক্তৃতা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা ও জেলা পর্যায়ের নেতারা, যার মধ্যে উপস্থিত ছিলেন মো. সামিম হোসেন, এম আকরাম হোসেন, রাজু আহমেদ, আকরাম হোসেন আরিফ, শিপন আহমেদ হিমু, মোসলেম উদ্দিন, রায়হান আহমেদ, আসাদুল্লাহ আল গালিব, শরিফুল ইসলাম, রিফাত উদ দৌল্লাহ, সজিব, আক্তারুজ্জামান প্রমুখ।

এ সময় বক্তারা আবুল কাশেম হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করার আহ্বান জানান এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি করেন।