সংবাদ শিরোনাম
লোডিং...
Menu

Friday, February 14, 2025

গাজায় বাংলাদেশিদের নির্মিত মসজিদ সংস্কার সম্পন্ন: নিয়মিত নামাজ চালু

গাজায় সমুদ্রের নিকটবর্তী হওয়ায় প্রচণ্ড বাতাস ও প্রখর রোদে বাংলাদেশিদের অর্থায়নে নির্মিত মসজিদগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছিল, যার ফলে নামাজ আদায়ে গাজাবাসীরা ভোগান্তির শিকার হচ্ছিলেন। দীর্ঘদিন ধরে মসজিদগুলোর সংস্কারের জন্য স্থানীয়দের পক্ষ থেকে অনুরোধ আসছিল।


আলহামদুলিল্লাহ! মহান আল্লাহর অশেষ রহমতে, খান ইউনিসের আল মায়াউশিতে অবস্থিত "মসজিদ আলহাজ্ব শামসুল হক" ASH Foundation-এর উদ্যোগে সংস্কারের কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে মসজিদটি পুনরায় চালু হয়েছে এবং জুমাসহ নিয়মিত নামাজ আদায় হচ্ছে।উল্লেখ্য, ASH Foundation-এর ব্যবস্থাপনায় গাজায় তিনটি মসজিদ নির্মিত হয়েছে। পাশাপাশি, যুদ্ধ ও ধ্বংসযজ্ঞে ক্ষতিগ্রস্ত মসজিদগুলোর পুনর্নির্মাণ ও নতুন মসজিদ স্থাপনের পরিকল্পনা রয়েছে।

যদিও যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়েছে, তবুও বিভিন্ন স্থানে নির্যাতন ও অরাজকতা অব্যাহত রয়েছে। স্থানীয়দের পক্ষ থেকে প্রতিনিয়ত নানা ধরনের প্রয়োজনীয়তার কথা জানানো হচ্ছে।বাংলাদেশের মানুষের ভালোবাসা ও সহযোগিতার মাধ্যমে ASH Foundation নিয়মিত জরুরি মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করছে, যার মধ্যে রয়েছে: জরুরি পানি সরবরাহ,খাবার বিতরণ,তাঁবু নির্মাণ,টয়লেট স্থাপন,মসজিদ নির্মাণ,সোলার বিদ্যুৎ ব্যবস্থা,শীতবস্ত্র বিতরণ।গাজার নির্যাতিত মানুষের পাশে দাঁড়াতে এবং ASH Foundation USA INC. ও আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন-এর চলমান মানবিক কার্যক্রমে অংশগ্রহণ করতে আগ্রহীদের সহযোগিতার আহ্বান জানানো হচ্ছে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: