কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ মোবাইলে আসক্তি'ফুটবলে মুক্তি ‘মাদক একেবারেই নয়, খেলাধুলায় মিলবে জয়’- খেলাধুলায় বাড়ে বল, মাদক ও মোবাইল ছেড়ে খেলতে চল, এমন কিছু স্লোগানকে ধারণ করে কাউনিয়ায় কিশোরদের নিয়ে গড়ে উঠেছে কাউনিয়া ফুটবল একাডেমি।
নিয়মিত অনুশীলনের মাধ্যমে এখন তারা নিজেকে পরিবর্তন ও বড় খেলোয়াড় হওয়ার স্বপ্ন দেখছে। কাউনিয়া ফুটবল একাডেমি ২০১৯ সালে প্রতিষ্ঠা করেন মোঃ সাইদুজ্জামান বাবু। তিনি যুবকদের ফুটবল প্রশিক্ষণ দিয়ে ভাল খেলোয়াড় তৈরি করতে ব্যাপক ভুমিকা রাখছেন। এই একাডেমির প্রতিষ্ঠাতা বাফুফে এ,এফ,সি, সি ডিপ্লোমা ফুটবল কোচ ও একজন বাফুফে ফুটবল রেফারি। এছাড়াও রংপুর জেলা ফুটবল রেফারি এসোসিয়েশনের সদস্য। তিনি বয়স ভিত্তিক ৪টি গ্রুপে ফুটবল খেলোয়াড়দের সপ্তাহে ৬ দিন প্রশিক্ষণ দেন। একাডেমীর লক্ষ্য-ফুটবল খেলার মাধ্যমে শিশু কিশোরদের মানসিক ও শারীরিক বিকাশ ঘটানো, মাদক ও মোবাইল আসক্ত থেকে দূরে রাখা। বাংলাদেশ ফুটবল ফেডারেশন তথা বাংলাদেশ জাতীয় ফুটবল দলের পাইপ লাইন কে সমৃদ্ধ করাই মূল লক্ষ্য।
প্রতিষ্ঠাতা মোঃ সাইদুজ্জামান বাবু বলেন, ইতি মধ্যে কাউনিয়া ফুটবল একাডেমী বাফুফে কর্তৃক এ,এফ,সি ওয়ান স্টার ফুটবল একাডেমীর জন্য আবেদন করা হয়েছে। তারই ধারাবাহিকতায় গত ১৬ আগষ্ট বাফুফে কর্তৃক প্রেরিত মোঃ মাহাবুব আলম পলো অ্যাডমিনিস্ট্রেটর টেকনিক্যাল ডিপার্টমেন্ট,বাংলাদেশ ফুটবল ফেডারেশন মতিঝিল ঢাকা “কাউনিয়া ফুটবল একাডেমী” পরিদর্শন করে একাডেমীকে বাফুফে এ,এফ,সি ওয়ান স্টার ফুটবল একাডেমী লাইসেন্স দেয়ার সম্মতি প্রকাশ করেছেন। কাউনিয়া ফুটবল একাডেমি, পরিদর্শন কালে, উপস্থিত ছিলেন কাউনিয়ার সাবেক খেলোয়াড়,জনাব শফিকুল আলম(শফি) কাউনিয়ার সাবেক খেলোয়াড় মোবাশে^শেরুল ইসলাম রাজু, কাউনিয়ার সাবেক খেলোয়াড় ও ক্ষুদে খেলোয়ারদের নিয়ে গঠিত কাউনিয়া স্মাট স্পোর্ট একাডেমির প্রতিষ্ঠিাতা হুমায়ুন কবির তারাসহ বিভিন্ন খেলোয়ার। কাউনিয়া ফুটবল একাডেমীর পরিচালক বলেন আশা করি অতিশীঘ্রই কাউনিয়া ফুটবল একাডেমী লাইসেন্স প্রাপ্ত হবে ইনশাআল্লাহ। একাডেমীর কার্যক্রম পরিচালনার জন্য অনেক বল ও সরঞ্জাম দরকার এবং একটি ঘরের বিশেষ প্রয়োজন। ঘর নির্মাণে ক্রীড়াপ্রেমী বিত্তবান ব্যক্তি এগিয়ে আসলে আমরা উপকৃত হতাম। প্রতিষ্ঠাতা আরো জানান এ একাডেমিতে প্রশিক্ষণ নিয়ে এলাকার জুনায়েদ হাসান হৃদয় ও আরাফাত হোসেন অনুর্ধ্ব ১৭ জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পেয়েছে। এছাড়াও উপজেলা, জেলা,বিভাগ পর্যায়ে এ একাডেমির শিক্ষার্থীরা ভাল ফুটবল খেলে টুর্ণামেন্ট চ্যাম্পিয়ান ও রানার্স আপ হয়ে ট্রফি অর্জন করেছে।
.jpg)
.jpg)

0 coment rios: