কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়া হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী পালন করা হয়েছে। জন্মতিথি উপলক্ষে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছে কাউনিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের জন্মাষ্টমী উদযাপন কমিটি।
সোমবার (২৬ আগস্ট) সকাল থেকেই উপজেলা কেন্দ্রীয় শ্রী শ্রী মন্দীরপ্রাঙ্গণে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথির তাৎপর্য তুলে ধরতে গীতা, কৃষ্ণপূজা, ধর্মীয় আলোচনা ও সংগীতের আয়োজন করা হয়।
জন্মাষ্টমী উদযাপন কমিটির শ্রীযুক্ত প্রদীপ গোস্বামীর সভাপতিত্বে ও জন্মাষ্টমী উদযাপন কমিটির শ্রীযুক্ত সুবোধ কুমার মিত্রর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. মোজাহারুল আলম বাবলু,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক রাকিবুল হাসান পলাশ, আলমগীর চৌধুরী লিটন, বালাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া।এসময় বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা তরণীকান্ত রায়, তকিপল বাজার শ্রীশ্রী কালী ও দূর্গা মন্দিরের সভাপতি বীরেন্দ্র নাথ বর্মন, পরেশ চক্রবর্তী (সভাপতি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ও খিষ্টান ঐক্য পরিষদ কাউনিয়া) শ্রী ভানুজা প্রসাদ গুপ্ত,উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রচার সম্পাদক পরেশ চন্দ্র বর্মন, উপজেলা হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক অমল চন্দ্র বর্মন, সদস্য সচিব টগর রায়, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র ঐক্য পরিষদের সভাপতি মানিক চন্দ্র বর্মন, সাধারণ সম্পাদক দেবাশীষ চন্দ্র বর্মন প্রমূখ।পরে ঢাক-ঢোল ও ব্যান্ডের বাজনা, শ্রীকৃষ্ণের নানা রূপ সেজে এক মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের পূজা উদযাপন কমিটির সদস্যবৃন্দসহ সনাতন ধর্মাবলম্বী ভক্তরা মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন। প্রধান অতিথি বক্তব্যে বলেন, ‘বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ। এখানে সব ধর্ম ও শ্রেণিপেশার মানুষ একসঙ্গে যেমন বসবাস করেন, ঠিক তেমনি দেশের যেকোনও দুর্যোগে একে-অপরকে রক্ষায় একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে। জন্মাষ্টমীর শুভেচ্ছা জানাই। অনুষ্ঠান শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
.jpg)
.jpg)

0 coment rios: