সংবাদ শিরোনাম
লোডিং...
Menu

Sunday, July 14, 2024

“আর্ত মানবতার সেবায় র‌্যাব ” কুড়িগ্রাম এবং গাইবান্ধার বন্যার্তদের মাঝে র‌্যাব-১৩;র ত্রান বিতরণ

 রংপুর প্রতিনিধিঃ টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানিবন্দি থাকায় তারা দুর্বিষহ জীবন-যাপন করছেন। বন্যায় স্বল্প আয়ের মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীরা কর্মহীন হয়ে পড়েছেন। বন্যাকবলিত বিভিন্ন এলাকায় বিশুদ্ধ পানি, প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসাসেবার অভাবে মানুষজন নানাবিধ পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে। এ অবস্থায় চলমান বন্যা পরিস্থিতিতে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে র‌্যাব-১৩। 

রবিবার (14 জুলাই) সকালে কুড়িগ্রাম সদরের ধরলা ব্রীজ এবং গাইবান্ধার ফুলছড়ির বালাশিাঘাট এলাকায় র‌্যাব ফোর্সেস এর পক্ষ হতে বন্যার্তদের নিত্যপ্রয়োজনীয় ত্রাণ সামগ্রী যেমন চাল, ডাল,আটা ইত্যাদি ত্রাণ সামগ্রী,শুকনো খাবার,চিড়া, মুড়ি,গুড়,বিস্কিট,বিশুদ্ধ পানি,পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, খাবার স্যালাইন ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করেন।কুড়িগ্রাম ও গাইবান্ধা অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষদেরকে যে কোন মানবিক সহায়তা প্রদানের পাশাপাশি সকলের জানমালের নিরাপত্তা প্রদানে র‌্যাবের প্রতিটি সদস্য দেশাত্মবোধ, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। বন্যার্তদের উদ্ধার কার্যক্রম, মানবিক সহায়তাসহ যে কোন প্রয়োজনে সকলকে সংশ্লিষ্ট র‌্যাব কন্ট্রোলরুমের সাথে (মোবাইল নম্বর-০১৭৭৭৭১১৩৯৯) যোগাযোগের জন্য অনুরোধ করা হলো।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন, রংপুর র‍্যাব-১৩ অধিনায়ক মেজর মো.কামরুল হাসান (এনডি), কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার আল আসাদ মো.মাহফুজুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উত্তম কুমার,কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।মো.হারুন অর রশিদ বলেন,র‌্যাব ফোর্সেস মানবিক বিপর্যয় রোধে বন্যার্তদের মাঝে চলমান মানবিক সহায়তা প্রদান কার্যক্রম অব্যাহত রাখবে।বন্যা পরিস্থিতিকে কাজে লাগিয়ে কেউ যেন আইন-শৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে সেজন্য র‌্যাব ফোর্সেস কর্তৃক নিয়মিত টহল কার্যক্রমের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি এই অঞ্চলের বন্যা দুর্গতদের সহায়তার জন্য সরকারী-বেসরকারী বিভিন্ন সংস্থাসহ দেশের সকল বিত্তবানগণকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার জন্য র‌্যাব ফোর্সেস এর মহাপরিচালক আহবান


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: