কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়া উপজেলা আনসার-ভিডিপির আয়োজনে আসন্ন ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ উপলক্ষে এসি, এপিসি ও আনসার-ভিডিপির সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ মে) সকালে উপজেলা আনসার-ভিডিপি অফিস মাঠে আয়োজিত ব্রিফিং প্যারেড অনুষ্ঠানে উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা ফেরদৌসী আকতারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা আনসার-ভিডিপি কমান্ড্যান্ট এএইচএম মেহেদী হাসান,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও নির্বাচন অফিসার মোঃ জিয়াউর রহমান, কাউনিয়া উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা মোছাঃ তাহেরা সিদ্দিকা, প্রশিক্ষক মোঃ তাজমুল হক সরকার প্রমূখ। প্রার্থীর প্রশিক্ষণ সনদ, শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, উচ্চতা ও স্বচ্ছতার ভিত্তিতে জাতীয় পরিচয় পত্র সহ মূল কাগজ পত্র যাচাই বাছাই করা হয়। এ সময় বক্তারা আসন্ন ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ উপলক্ষে দায়িত্বপ্রাপ্ত সব পিসি, এপিসি ও আনসার-ভিডিপি সদস্যদের অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন। এছাড়া তাদের করণীয়-বর্জনীয় সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন। কাউনিয়া উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা ফেরদৌসী আকতার বলেন কাউনিয়ায় ৯০ টি কেন্দ্রে পিসি,এপিসি,পুরুষ,মহিলা আনসার মিলে মোট ১২৪৯ জন আনসার ও স্ট্রাইকিং ২০ ফোর্স হিসেবে মোতায়েন করা হবে।


0 coment rios: