সংবাদ শিরোনাম
লোডিং...
Menu

Saturday, April 20, 2024

রংপুরের হারাগাছে এসে হিন্দু থেকে মুসলিম হলেন হবিগঞ্জের ছেলে সুমন।

রতন রায়হান, রংপুর।

জীবন জীবিকার তাগিদে সুদূর সিলেট হবিগঞ্জের বানিয়াচং, যাত্রাপাশা, চৌধুরীপাড়া গ্রামের পিতা- রাখাল বৈদ্য মাতা- অঞ্জলী বৈদ্যর ছেলে সুমন বৈদ্য রংপুরের হারাগাছে আসেন। দীর্ঘদিন হারাগাছে থাকাকালীন সময়ের মধ্যে তার দোকানের পাশে মসজিদের আযান হলে মানুষ নিয়মিত নামায পড়তে গেলে তার ইসলামের প্রতি অগাধ বিশ্বাস এবং ভালবাসা জন্মায়।


পরবর্তীতে সে ইসলাম ধর্ম গ্রহণ করার সিদ্ধান্ত নেন। হারাগাছ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও রংপুর রিপোটার্স ক্লাবের সদস্য সাংবাদিক রতন রায়হানের শরনাপন্ন হলে সে তাকে ইসলাম ধর্ম গ্রহণ করার পদ্ধতি এবং রাষ্ট্রীয় আইন সম্পর্কে অবহিত করেন। পরবর্তীতে সে ১৬/০৪/২০২৪ ইং তারিখে নোটারী পাবলিকের মাধ্যমে কোর্ট এফিডেভিট সম্পন্ন করেন। গত ১৯/০৪/২০২৪ ইং তারিখ শুক্রবার সারাই বায়তুল আমান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আলহাজ্ব মোঃ আব্দুল আখের সাহেবের কাছ থেকে কালিমা তায়্যিবা পড়ে মুসলিম ধর্ম আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন। এতে খুশি হয়ে জামাতবাসীর পক্ষ থেকে মাওলানা আলহাজ্ব মোঃ আব্দুল আখের সাহেব তাকে নগদ ১০,০০০/= (দশ হাজার) টাকা দেন এবং অত্র মসজিদের সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল হালিম সুরুয তার নিজস্ব তহবিল থেকে ১৫,০০০/= (পনের হাজার) টাকা প্রদান করেন ও আরো বলেন সারাই বায়তুল আমান কেন্দ্রীয় জামে মসজিদের এটাই প্রথম কোন হিন্দু ব্যক্তি মুসলিম ধর্ম গ্রহণ করায় আমরা জামাতবাসী অত্যান্ত আনন্দিত ও মহান আল্লাহর কাছে তার জন্য মন খুলে দোয়া করছি যাতে বাকিটা জীবন সে একজন খাঁটি মুমিন হিসেবে জীবনযাপন করতে পারেন এবং পরবর্তীতে তাহার থাকা-খাওয়া, বাসস্থানসহ অন্যান্য কোন অসুবিধা হলে জামাতবাসী তাকে সার্বিকভাবে সহযোগিতা করার আহ্বান জানান। উল্লেখ্য যে, সে বেশ কয়েকটা সূরা, দোয়া-দরুদ মুখস্থ করেছে এবং পাঁচ ওয়াক্ত নামায নিয়মিত জামাতের সহিত পড়ছেন। সে এখন সারাই মিনা বাজার স্টার হেয়ার ড্রেসার সেলুনে কাজ করছেন এবং প্রোপ্রাইটার মোঃ আজাদ মিয়ার বাসায় থাকতেছেন।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: