কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ কাউনিয়া উপজেলায় ঈদুল ফিতর উপলক্ষে প্রতিবছরের ন্যায় অসহায় ও গরীবদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেছে আরিফা ফুড প্রোডাক্টসের ব্যবস্থাপনা পরিচালক।
সোমবার সকালে আরিফা ফুড প্রোডাক্টসের(চমক) উদ্যোগে উপজেলা টিপু মুন্সি অডিটোরিয়াম হল রুমে ঈদ বস্ত্র বিতরণী অনুষ্ঠান সমাজসেবক নাসির উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আরিফা ফুড প্রোডাক্টসের (চমক) ব্যবস্থাপনা পরিচালক মোঃ আতাউর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক মোঃ সারওয়ার আলম মুকুল,মনিরুল ইসলাম মিন্টু,জহির রায়হান, সাইদুল ইসলাম,আসাদুজ্জামান আসাদ,মোশারফ হোসেন, হ্যাপি আক্তার,এ সময় আরো উপস্থিত ছিলেন আরিফা ফুড প্রোডাক্টসের ম্যানেজার রফিকুল ইসলাম, বালাপাড়া ইউপি সদস্য মোঃ আনোয়ার হোসেন,সাবেক ইউপি সদস্য আমিনুল ইসলাম প্রমুখ। দুঃস্থ ও অসহায় গরীবদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ শেষে আরিফা ফুড প্রোডাক্টসের ব্যবস্থাপনা পরিচালক এর পিতা মাতা সহ দেশ ও জাতির কল্যাণ কামনা দোয়া করা হয়। আরিফা ফুড প্রোডাক্টসের (চমক) ব্যবস্থাপনা পরিচালক মোঃ আতাউর রহমান বলেন,প্রতিবারের মতো এবারো প্রায় ২শত দুঃস্থ মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে আয়োজন।
0 coment rios: