কাউনিয়া (রংপুর) প্রতিনিধি : কাউনিয়ায় উপজেলা পরিষদ নির্বাচনে মোট ১৩ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। সোমবার (১৫ এপ্রিল) তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে কাউনিয়া উপজেলা পরিষদ নির্বাচন অফিসে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
কাউনিয়া উপজেলা সহকারী রিটার্নিং ও নির্বাচন অফিসার মোঃ জিয়াউর রহমানের নিকট প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিয়েছেন। উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম মায়ার পক্ষে উপেজলা আওয়ামী লীগের এর সহ-সভাপতি ও সাধারন সম্পাদকসহ নেতাকর্মী, বর্তমান ভাইস চেয়ারম্যান ও রংপুর জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ আব্দুর রাজ্জাক ও আয়কর আইনজীবী মোঃ হুমায়ুন কবির মুকুল। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা উপজেলা কৃষক লীগের সদস্য মোঃ মনজুদার রহমান মিলন, রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মাহমুদুল হাসান পিন্টু, ছাত্র লীগের সাবেক সভাপতি সুশান্ত সরকার রানো, গনেশ চন্দ্র দেব শর্মা, জাহাঙ্গীর কবীর তৈয়ব, বালাপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম দুলাল, মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আঙ্গুরা বেগম, উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী রওশনারা বেগম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা খাতুন ও সমাজসেবী রাবেয়া বেগম।নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, প্রথম ধাপের মনোনয়নপত্র বাছাই ১৭ এপ্রিল। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৮ থেকে ২০ এপ্রিল। আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট হবে আগামী ৮ মে। এই ধাপে ১৫২ উপজেলায় ভোটগ্রহণ করার সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন।


0 coment rios: