সংবাদ শিরোনাম
লোডিং...
Menu

Thursday, January 25, 2024

হারাগাছ বহুল প্রতীক্ষিত গোল্ডেনের ঘাট এর ব্রীজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের হারাগাছ পৌরসভা বহুল আলোচিত, অতি আকাঙ্খিত এবং হারাগাছবাসীর প্রাণের দাবী "গোল্ডেনের ঘাট" ব্রীজ এর ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন ।

বুধবার (24 জানুয়ারি) বিকেল 3 কাউনিয়া উপজেলার হারাগাছ "গোল্ডেনের ঘাট" ব্রীজ এর ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-৪ আসন (কাউনিয়া-পীরগাছা) এর নব-নির্বাচিত মাননীয় সংসদ সদস্য, সাবেক বানিজ্য মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব টিপু মুনশি(এমপি)। হারাগাছ পৌরসভা মেয়র মোঃ এরশাদুল হক এরশাদ সভাপতিত্ব ও আয়োজনে একটি জনসভা অনুষ্ঠিত হয়। ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভিত্তি প্রস্তর স্থপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, জনাব অধ্যাপক এম.এ মাজেদ আলী যুগ্ম আহবায়ক, বাংলাদেশ আওয়ামী লীগ, রংপুর জেলা, রংপুর, জনাব মোঃ আনোয়ারুল ইসলাম মায়া চেয়ারম্যান, কাউনিয়া উপজেলা, বংপুর, জনাব মোঃ আশরাফুল ইসলাম চেয়ারম্যান, সারাই ইউনিয়ন ও সহ-সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, কাউনিয়া উপজেলা, রংপুর ও সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, কাউনিয়া উপজেলা, বংপুর,জনাব মোঃ আব্দুল হান্নান চেয়ারম্যান, শহীদবাগ ইউনিয়ন ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, কাউনিয়া উপজেলা, রংপুর, জনাব মোঃ আব্দুর রাজ্জাক ভাইস চেয়ারম্যান, কাউনিয়া উপজেলা, রংপুর, মোঃ আকতারুল ইসলাম ভরসা বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক,জনাব ডাঃ মোঃ রেজাউল করিম চিকিৎসক ও সমাজসেবক, হারাগাছ রংপুর, জনাব মোছাঃ আঙ্গুরা বেগম মহিলা ভাইস চেয়ারম্যান, কাউনিয়া উপজেলা, রংপুর।হারাগাছ পৌরসভার সম্মানিত সকল কাউন্সিলরবৃন্দ,সভায় প্রধান অতিথির বক্তব্যে কাউনিয়া-পীরগাছা এর নব-নির্বাচিত মাননীয় সংসদ সদস্য, সাবেক বানিজ্য মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব টিপু মুনশি(এমপি)।বলেন, "গোল্ডেনের ঘাট" প্রায় সাড়ে ৬ কোটি ১ লাখ টাকা ব্যায়ে 84 মিটার দৈঘ্য ও ৫.৫ মিটার প্রস্থ ব্রীজের নির্মাণ কাজ দ্রুত শেষ করা হবে এবং ২০২৫ সাল থেকে মানুষ যাতায়াত করতে পারবে।”উল্লেখ্য কয়েক গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র উপায় গোল্ডেনের ঘাট নদীর উপর দিয়ে তৈরি অস্থায়ী বাঁশের সাঁকো। ব্রীজ না থাকায় বর্ষকালে স্কুলের শিক্ষার্থীদের পাশাপাশি বেশি সমস্যায় পড়তে হতো কৃষকদের । অন্যান্য এলাকার তুলনায় কম দামে ফসল বিক্রি করতে হতো এই দুই এলাকার মানুষদের। দীর্ঘ দিনের দাবি ছিলো নদীর উপর যেন ব্রীজ নির্মাণ করা হয়। আজ সেই বহুল প্রতীক্ষিত ব্রীজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হোল আপনারা প্রধান মন্ত্রীর জন্য দোয়া করবেন। হারাগাছ পৌরসভা মেয়র মোঃ এরশাদুল হক এরশাদ বলেন, রংপুর জেলাধীন পীরগঞ্জ ,হারাগাছ ও বদরঘঞ্জ পৌসভার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এ ব্রীজের কাজ এখানকার জনগনের দূর্দশা লাঘবে দ্রুত সম্পূর্ন করা হবে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: