রতন রায়হান, রংপুর: আজ ০৬ ডিসেম্বর ২০২৪ খ্রি. রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার বিভিন্ন ভোটকেন্দ্র, হারাগাছ বহুমুখী উচ্চ বিদ্যালয়, নবীজননেছা বালিকা- দ্বী মুখি উচ্চ বিদ্যালয় ও দরদী দ্বী-মুখি উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। সম্মানিত কমিশনার জনাব মোঃ মনিরুজ্জামান বিপিএম-বার, পিপিএম-বার মহোদয়ের সভাপতিত্বে 'দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪' উপলক্ষে রংপুর মেট্রোপলিটন এলাকার আইন-শৃঙ্খলা ডিউটিতে নিয়োজিত হারাগাছ থানার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন, অফিসার ও ফোর্সদের নির্বাচনী নিরাপত্তার সামগ্রিক কার্যক্রম ঘুরে দেখেন ।
উক্ত হারাগাছ থানার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন কালে সম্মানিত পুলিশ কমিশনার মহোদয় বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪' উপলক্ষে রংপুর মেট্রোপলিটন এলাকার আইন-শৃঙ্খলা ডিউটিতে নিয়োজিত অফিসার ও ফোর্সদের সর্বোচ্চ মেধা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সাথে দেশের এ গুরুত্বপূর্ণ এবং মহান দায়িত্বটি সুসম্পন্ন করাসহ তৎপরবর্তী আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানান। তিনি জানান মাননীয় নির্বাচন কমিশনার ও পুলিশ আইজিপি মহোদয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করায় বদ্ধপরিকর। এ ঘোষণার সফল বাস্তবায়নের লক্ষ্যে রংপুর মহানগর এলাকার মোট ১৯৯টি ভোট কেন্দ্রে নির্বাচনী আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আরপিএমপি'র ১১১৪ জন, পিটিসি, রংপুরের ৭৮ জন, এপিবিএন-১,৭,১৩ এর ১৫০ জন এবং শিল্প পুলিশ-১ এর ১২২ জনসহ মোট ১৪৬৪ জন পুলিশ অফিসার-ফোর্স এবং আনসার-ভিডিপি'র ২৩৮৮ জন সদস্য মহানগর এলাকার ডিউটি পালন করবে। তিনি আনসার ও পুলিশ একসাথে সমন্বয়ের মাধ্যমে সর্বোচ্চ সতর্কতা, ধৈর্য ও সহনশীলতার সাথে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের গুরুদায়িত্ব পালন করার আহ্বান জানান। পরিশেষে তিনি হারাগাছ থানা পরিদর্শন করে সহকর্মীদের ধন্যবাদ জানিয়ে তাঁর বক্তব্য শেষ করেন।উক্ত ভোটকেন্দ্র পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ সায়ফুজ্জামান ফারুকী; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) জনাব উত্তম কুমার পাল পিপিএম; উপ-পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স) (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ আবু বকর সিদ্দীক; উপ-পুলিশ কমিশনার (ডিবি) (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব কাজী মুত্তাকী ইবনু মিনান; উপ-পুলিশ কমিশনার (অপরাধ) জনাব মোঃ আবু মারুফ হোসেন; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মোঃ মেনহাজুল আলম, এসি সুব্রত কুমার , হারাগাছ থানার অফিসার ইনচার্জ হারেসুল ইসলাম সহ ও অন্যান্য পুলিশ, আনছার ও এপিবিয়ান সদস্যবৃন্দ।
0 coment rios: