কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ তীব্র শীত ও কনকনে ঠান্ডার কারণে রংপুরের কাউনিয়া উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম ২ দিনের জন্য বন্ধ ঘোষণা করে পরে আবার নতুন সময় সকাল ১০টা হতে পাঠদান শুরুর ঘোষনা করেন বিভাগীয় উপ-পরিচালক প্রাথমিক শিক্ষা বিভাগে রংপুর বিভাগ। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শায়লা জেসমিন সাঈদ।
তিনি জানান রংপুর আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী সকাল ৯টায় তাপমাত্রা ১০ ডিগ্রির মধ্যে থাকায় এবং বিভাগীয় উপ-পরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর রংপুর বিভাগ এর পরামর্শ ক্রমে ২২ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। ১৬ জানুয়ারি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সিন্ধান্ত মোতাবেক যেসব জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে নামবে সেসব জেলায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে এ নির্দেশনার আলোকে বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।
এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত পাঠদান কার্যক্রম সকাল ১০ ঘটিকা থেকে শুরুর নির্দেশনা দেওয়া হয়েছে। রংপুর আবহাওয়া অফিস সূত্রে জানাগেছে সোমবার সকাল ৯ টায় রংপুর জেলায় সর্বনিস্ন তাপমাত্রা ছিল ১০.০৫ সেলসিয়াস। বিদ্যালয় বন্ধের ঘোষণা অনেক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঠিক সময়ে জানতে না পাড়ায় তারা সোমবার সকালে শ্রেণি কার্যক্রম শুরু করেন। পরবর্তীতে হোয়াটসঅ্যাপ ও ম্যাসেঞ্জার গ্রুপে বিদ্যালয় বন্ধের ঘোষণা জানতে পেরে তারা বিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা
0 coment rios: