কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ কৃষিকে আধুনিকায়নের মাধ্যমে উন্নত ফসল ব্যবস্থাপনায় গুরুত্ব দিচ্ছে সরকার। উৎপাদন খরচ কমানো,কর্তনোত্তর অপচয় রোধ, কায়িক শ্রম লাঘব, শ্রমিকের অভাব পূরণ ও ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধি করতেই এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
তারই ধারাবাহিকতায় রংপুরের কাউনিয়ায় আধুনিক পদ্ধতিতে ৫০ একর জমিতে ইরি-বোরো ধান রোপণের জন্য ব্রি-৯২ এর বীজতলা তৈরি করা হয়েছে। রবিবার ২৪ (ডিসেম্বর) সকাল থেকে উপজেলার কুর্শা ইউনিয়নের ধর্মেশ্বর গ্রামে ১শতজন কৃষকের ৫০ একর ধানের জমির জন্য বীজতলা তৈরি কার্যক্রম শুরু করা হয়েছে। জানা গেছে, চলতি ইরি-বোরো মৌসুমে কাউনিয়ায় উপজেলা কৃষি বিভাগের উৎসাহ ও পরামর্শে একসাথে ৫০ একর জমিতে ধান চাষের স্থান নির্ধারণ করা হয়। কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ওই গ্রামের ৬৫ জন চাষীকে নিয়ে দল গঠন করা হয়। এজন্য কৃষি বিভাগ চাষীদেরকে ৬’শ কেজি ব্রি ৯২ জাতের উফশী (উচ্চ ফলনশীল) বীজ প্রদান করে। সোমবার উপজেলা কৃষি বিভাগ থেকে বীজ ধান বীজতলায় ফেলানোর জন্য ২ হাজার ১৩৩টি ট্রেতে বীজ ফেলানো মেশিন দিয়ে ওই চাষীদেরকে নিয়ে ৫০ শতক জমিতে বীজ ধানের ট্রেগুলো স্থাপন করা হয়েছে। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শাহানাজ পারভিন,উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা ও কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ অফিসার, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার, উপসহকারি কৃষি অফিসার ও জমির কৃষক আনোয়ার হোসেন,কৃষক রাজু হোসেন, কৃষক আজাহার আলীসহ শতাধিক চাষী উপস্থিত ছিলেন। চাষীরা বলেন, কৃষি বিভাগের পরামর্শে হামরা এবার একসাথে ইরি ধান আবাদ করোচি। এভাবে আবাদ করতে এসে সুবিধা পাচ্ছি। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শাহানাজ পারভিন বলেন, কৃষকদেরকে উৎসাহিত করতে সমলয়ে কৃষি যান্ত্রিকীকরণ সহায়তা দেয়া হচ্ছে। আমরা কৃষকদের কাছ থেকে প্রচুর সাড়া পেয়েছি। তিনি আরও বলেন, কৃষি যন্ত্রপাতির সহায়তায় সমলয়ে ধান চাষ করলে উৎপাদন খরচ কম, ফলন বেশি এবং রোগ বালাই কম হয়। এ জন্য সরকারের পক্ষ থেকে কৃষি বিভাগ কৃষকদেরকে সার্বিক পরামর্শ দিয়ে আসছে।
.jpg)

0 coment rios: