রংপুর(প্রতিনিধি) র্যাব ১৩, রংপুর এর আয়োজনে রংপুর জেলার গঙ্গাচড়া থানাধীন আরাজি জয়দেব আশ্রয়ন প্রকল্প, মরনেয়া ইউনিয়ন, ওয়ার্ড-১ এর প্রাঙ্গণে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গি, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, মাদক, ছিনতাইকারীসহ ডাকাতির বিরুদ্ধে ব্যাপক অভিযান পরিচালনা করে আসছে। এরই পাশাপাশি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও দুর্বিপাকে অসহায় মানুষের পাশে দাঁড়াতে র্যাব-১৩ সর্বদা আন্তরিক। ১৪ ডিসেম্বর র্যাব-১৩ এর আয়োজনে কমান্ডার আরাফাত ইসলাম, (এনডি), এনইউপি, পিসিজিএম, বিএন, অধিনায়ক, র্যাব-১৩, রংপুর এর নেতৃত্বে গরীব, দুস্থ ও অসহায় শীতার্তদের মাঝে ৩০০টি শীতবস্ত্র (কম্বল) এবং ৩০০টি খাবারের প্যাকেট বিতরণ করেন। উক্ত শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন রংপুর বিভাগের, বিভাগীয় কমিশনার জনাব মোঃ হাবিবুর রহমান, গঙ্গাচড়া উপজেলা ইউএনও নাহিদ তামান্না এবং ইউপি চেয়াম্যানসহ অন্যান্য অতিথিবৃন্দ। এছাড়াও অদ্য ১৪ ডিসেম্বর ২০২৩ তারিখের মধ্যে র্যাব-১৩ এর দায়িত্বপূর্ণ ০৮টি জেলায় একযোগে প্রায় ২০০০টি শীতবস্ত্র (কম্বল) বিতরণের উদ্দেগ গ্রহণ করা হয়।


0 coment rios: