মোঃ হাবিবুর রহমান( হাবিব) রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ ২৭-০৯-২০২৩ইং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের(এলজিইডি) প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে আব্দুল হাকিম কনস্ট্রাকশনের বাস্তবায়নে রাজারহাট উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুরে রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি নবনির্মিত কমপ্লেক্স ভবনের বেজ ঢালাই কাজের শুভ উদ্বোধন করেন।উদ্বোধনকালে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী রায়,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আশিকুর ইসলাম মন্ডল সাবু, উপজেলা এলজিইডি প্রকৌশলী মোঃ সোহেল রানা,জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, উপজেলা এলজিইডি'র উপ-সহকারী প্রকৌশল মোঃ জহুরুল হক,মোঃ আবু তাহের,মোঃ আকরাম হোসেন,মোঃ আল আলিউর,ঠিকাদারি প্রতিষ্ঠানের মর্তুজা প্রমুখ ।


0 coment rios: