রতন রায়হান, রংপুর। অদ্য ১৯ সেপ্টেম্বর ২০২৩ইং তারিখ সকালে ঢাকার মতিঝিলস্থ ফেডারেশন ভবনে দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি (এফবিসিসিআই) এর সভাপতি
জনাব মাহবুবুল আলম এর সাথে সৌজন্য সাক্ষাত করেন রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি’র পরিচালনা পর্ষদের সভাপতি জনাব মোঃ আকবর আলী। এ সময় উপস্থিত ছিলেন রংপুর চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি জনাব আবু হেনা মোঃ রেজওয়ানুল করিম টুনু (মায়া), পরিচালকবৃন্দের মধ্যে জনাব খোন্দকার মাহমুদ ইলাহী (বিপ্লব), জনাব এমদাদুল হোসেন, জনাব মোঃ সানোয়ার হোসেন, জনাব মোঃ দেলোয়ার হোসেন, জনাব মোঃ সামসুর রহমান কোয়েল, জনাব মোঃ রেজাউল ইসলাম রেজা ও জনাব মোঃ সাবিহুল হক। সৌজন্য সাক্ষাতকালে রংপুর চেম্বার অব কমার্স পরিচালনা পর্ষদের সভাপতি জনাব মোঃ আকবর আলী শিল্প-বাণিজ্যে পিছিয়ে পড়া রংপুর বিভাগের সুষম অর্থনৈতিক উন্নয়নসহ ব্যবসা-বাণিজ্যের বিভিন্ন প্রতিবন্ধকতা তুলে ধরে তা নিরসনের পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান এবং দেশের মফঃস্বল চেম্বারগুলোকে কিভাবে উজ্জীবিত করা যায় সে ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানান।
0 coment rios: