মোঃ হাবিবুর রহমান, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের, রাজারহাটে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে শ্রী মুকুল চন্দ্র (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আরো ২জন গুরুতর আহত হয়েছে। সোমবার বেলা ৫ টার দিকে
উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের শরিষাবাড়ীর হাট চর গতিয়াশাম নামাভরট ভাটি কানি ফজলুল হকের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।মুকুল চন্দ্র পেশায় একজন কাট মিস্ত্রি তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। স্থানীয় ও তার স্বজনদের সুত্রে জানা যায় যে, ঘর/বাড়ির নির্মাণের জন্য সকালে কাজের উদ্দেশ্য ফজলুল হকের বাড়ী চলে যায়। কাজের বাড়ীতে কাজ চলাকালীন সময়ে অসাবধানতা-বশত তার হাতে থাকা ড্রিল মেশিনের তারে লেগে যায়। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এলাকাবাসী ও পল্লিচিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
0 coment rios: