কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তোরনে অবৈধ সংসদ ভেঙে জাতীয় সরকারের অধীনে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহনযোগ্য নির্বাচনের দাবীতে কাউনিয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের তৃণমুল প্রতিনিধি সম্মেলন শনিবার সকাল ১১ টায় পশ্চিম নিজপাড়া জামে মসজিদ মাঠে
অনুষ্ঠিত। আলহাজ্ব ইদ্রিস আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা এবিএম জাকারিয়া,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা শাখার সহ-সভাপতি মাওলানা খাইরুল ইসলাম, মাওলানা ওয়ালিদ হোসেন,সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ সাইফুল ইসলাম, কাউনিয়া-পীরগাছা (রংপুর -৪) আসনে জাতীয় সংসদ সদস্য সম্ভাব্য প্রার্থী জননেতা মাওলানা মোঃ জাহিদ হোসেন, ইসলামি শ্রমিক আন্দোলনের রংপুর জেলা শাখার সভাপতি একরামুল হক ইসলামি যুব আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা শাখার সহ- সভাপতি মাওলানা নূরুল হুদা,ইসলামি ছাত্র আন্দোলন রংপুর জেলা শাখার সভাপতি মুহাম্মদ আব্দুল ফাত্তাহ্ প্রমূখ। এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ ইউনিয়ন ও উপজেলা শাখার প্রতিনিধি গণ উপস্থিত ছিলেন।
0 coment rios: