রতন রায়হান,( রংপুর) কাউনিয়া উপজেলার মধ্যে সেরা রেজাল্ট ধারী এবং সর্বোচ্চ সংখ্যক A+ পেয়েছে হারাগাছ বহুমুখী উচ্চ বিদ্যালয়। এই রেজাল্ট ভালো করার পিছনে তাদের শিক্ষকদের সঠিক দিক নির্দেশনা, অভিভাবকদের গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে। আর সর্বোপরি হচ্ছে তাদের নিজের চেষ্টা এবং পরিশ্রম
,আমাকে পারতেই হবে, তারা তা করিয়ে দেখিয়েছে। অবশ্যই তাদের বলা যায় চ্যাম্পিয়ন ব্যাচ ২০২৩। সেটা তাদের ফলাফলে প্রমাণ হয়ে যায়( ৪৬ জন A+) আগামীর জন্য শুভকামনা রইলো তোমাদের জন্য। এ বিষয়ে হারাগাছ বহুমুখী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জামিল আকতার জামিল বলেন, এই ফলাফল শিক্ষার্থীদের পরিশ্রমের ফসল, তাছাড়া অবিভাবক সহ শিক্ষক মন্ডলী ও পরিচালনা পর্ষদের আন্তরিক প্রচেষ্টায় ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে। এমন ধারা আগামীতে বজায় থাকবে বলে আশা রাখি। প্রধান শিক্ষক মকছুদার রহমান বলেন, আমাদের শিক্ষকদের নিয়মিত পাঠদান পদ্ধতি, ক্লাস মনিটরিং, অভিভাবক সমাবেশ সহ পরিচালনা পর্ষদের সার্বিক সহযোগিতায় আমরা এতো ভালো ফলাফল অর্জন করেছি। পরিশেষে সকল ছাত্র-ছাত্রী এবং তাদের অভিভাবক দের ধন্যবাদ জানান স্কুলের নাম উজ্জ্বল করায়।এসএসসি রেজাল্ট ২০২৩ইং হারাগাছ বহুমুখী উচ্চ বিদ্যালয়-জিপিএ-৫ মোট ৪৬ জন (জেনারেল ৪৪+ভোকেশনাল ২)=৪৬ জনমোট পরীক্ষার্থী -৩৮০, পাস -২৭৬,পাশের হার জেনারেল ৭৩% ও ভোকেশনাল ৯৮%।
0 coment rios: