বিশেষ প্রতিনিধি : রংপুরের কাউনিয়া উপজেলা আওয়ামী লীগের ত্যাগি, বঞ্চিত ও নির্যাতিত নেতা (৯০ দশকের সাবেক নেতবৃন্দ) উদ্যোগে বৃহস্পতিবার বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র রংপুর আগমন উপলক্ষে এক শোভা যাত্রা ও আলোচনা সভা কাউনিয়া বাস স্টান্ড বালিকা বিদ্যালয় মোড়ে অনুষ্ঠিত হয়েছে।
শোভাযাত্রা টি কাউনিয়া বাস স্টান্ড বালিকা বিদ্যালয় মোড় থেকে শুরু করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আর কে রোড বাস স্টান্ড বীর মুক্তিযোদ্ধা আবদুল কুদ্দুস স্বরনীতে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান, ৯০ দশক আওয়ামীলীগ নেতা আশরাফুল ইসলাম, বালাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক দিলদার আলী, সাবেক ছাত্র নেতা আবু ফেরদৌস মোঃ মহসিন হীরা সরকার, যুব মহিলা লীগের সভাপতি হাসনা পারভীন মুক্তি, তৌফিকুল ইসলাম রানা প্রমূখ।এসময় দীর্ঘ প্রায় এক যুগ পরে রংপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র আগমনে স্বাগত জানানো হয়।
0 coment rios: