রতন রায়হান, রংপুর। রংপুর চেম্বার অব কমার্স এর নবনির্বাচিত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় হারাগাছ প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়।
উত্তর জনপদের আলোকিত মানুষ, হারাগাছ তথা রংপুরের প্রিয় ব্যক্তিত্ব ও হারাগাছের কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও দানবীর।হাজারো মানুষের কর্মসংস্থান গড়ার কারিগর যিনি।মহুবর রহমান মায়া পার্টিক্যাল মিলস এর ব্যবস্থাপনা পরিচালক, হারাগাছ প্রেসক্লাব এর প্রধান উপদেষ্টা "আবু হেনা মোঃ রেজওয়ানুল করিম টুনু (মায়া)" রংপুর চেম্বার অব কমার্স এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায়, হারাগাছ প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বিনিময় করাসহ তাকে এ সাফল্য অর্জন করায় হারাগাছ বাসীর পক্ষ থেকে অভিনন্দন জানানো হয় অদ্য ৩০/০৭/২০২৩ ইং তারিখ রাত ৮.৩০ মিনিটে তার নিজ অফিসে কক্ষে। এসময় তিনি বলেন, মানুষের সেবা করাই তার মূল উদ্দেশ্য। সুখে দুঃখে সব সময় মানুষের পাশে বিগত দিনে যেমন থেকেছেন আগামী দিনে ও থাকতে চান। তার স্বপ্ন বা আশা সমাজের বিক্তশালী যারা আছেন তারা বিদেশে বা অন্য জায়গায় কর্মসংস্থানের দিকে না তাকিয়ে নিজ নিজ এলাকায় কিছু প্রতিষ্ঠান তৈরি করেন যাতে করে এলাকার মানুষের কাজের জায়গা সৃষ্টি হয় এবং বেকারত্বের হার কমে যায়। তার আর ও বেশ কয়েকটি প্রতিষ্ঠান তৈরীর কাজ চলমান আছে। এসময় সাংবাদিকের উদ্দেশ্য বলেন, সামনে জাতীয় নির্বাচন সবাই সজাগ থেকে সুষ্ঠু, বস্তুনিষ্ঠ সঠিক এবং নিরপেক্ষ তথ্য প্রচার করবেন যাতে করে দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকেন। পরিশেষে সকলের সু-স্বাস্থ্য কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন, হারাগাছ প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য সদস্যবৃন্দ।
.jpg)

0 coment rios: