কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ সুস্থ দেহ সুন্দর মন, কর্মচঞ্চল সারাক্ষণ’।আর সুস্থ দেহ ও সুন্দর মন গঠনের কার্যকর মাধ্যম হলো খেলাধুলা। কিন্তু কাউনিয়া থানাধীন নাজিরদহ কুটিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই সুযোগ পাচ্ছে না। খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত তারা। বিদ্যালয়ের মাঠ ভাড়া দেওয়ার অভিযোগ উঠেছে স্কুল কর্তৃপক্ষ বিরুদ্ধে। বিনিময়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে ৬০ হাজার টাকায় ভাড়া দেওয়া হয়েছে।এ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সরেজমিনে জানাগেছে, বিদ্যালয়টির মাঠ ঠিকাদার ইট-খোয়াসহ নানা ধরনের নির্মাণসামগ্রী দিয়ে ভরে রেখেছে। প্রতিদিনই মেশিন দিয়ে এসব ইট ভাঙা হচ্ছে। আর ইট ভাঙা মেশিনের সেই শব্দে শিক্ষার্থীদের পাঠদান ও শিক্ষকদের ক্লাস নেওয়ায় বিঘ্ন ঘটছে। এতে বিপাকে পড়েছে স্কুলের শিক্ষার্থীরা। স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন মীরবাগ থেকে উপজেলার হারাগাছ সড়ক নির্মাণ কাজ পায়‘মেসার্স শাম্মি বিল্ডার্স ’ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজ করার জন্য নির্মাণসামগ্রী রাখা হয়েছে। স্কুলের মাঠ ভাড়া দেওয়ার কথা জানতে চাইলে কুটিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বুলবুল আফরোজ লাকী বলেন, মাঠ ভাড়া না দেওয়ার জন্য উপজেলা নির্বাহী স্যার এর কাছে আমরা আগে অভিযোগ দিয়েছি। কিন্তু রাজ্জাক ভাইস চেয়াম্যান বারবার ফোন দেয় বলে দেন ম্যাডাম আপনাদের মাঠ ভরাট করে দিবে। আমি একাই দেইনি কমিটির লোকও ছিল। কুটিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হোসেন আলী বলেন, স্কুল কমিটি রেজুলেশন করেছি মাঠটি ভাড়া না দেওয়ার জন্য কিন্তু ভাইস চেয়ারম্যান রাজ্জাক ভাই কথা বলে দিয়েছে মাঠটি নিচু মাটি কেটে দিবে। ঠিকাদারি প্রতিষ্ঠানের এর মালিক আবু সামা’র ফোনে যোগাযোগ করলে তাকে পাওয়া যায়নি। এসব ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার শায়লা জেসমিন সাঈদ বলেন, বিদ্যালয়ের মাঠ ভাড়া দেওয়া হয়েছে আপনার কাছে কোন প্রমান আছে কি? আমি বিদ্যালয়ের গিয়েছিলাম যে মাঠে নির্মান সামগ্রী রাখা হয়েছে সে মাঠটি স্কুলের সাইটে রাস্তার উপারে এতে শিক্ষার্থীদের কোন সমস্যা হয় না।কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার বলেন, বিদ্যালয়ের মাঠ ভাড়া দেওয়ার কোনো বিধান নেই। বিষয়টি সরেজমিনে তদন্ত করে সত্যতা পেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
0 coment rios: