কাউনিয়া (রংপুর)প্রতিনিধিঃরংপুরের কাউনিয়া উপজেলায় সরকার গ্লাস এন্ড থাই এ্যালুমিনিয়াম শো-রুমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে ঢাকা বাস স্টান্ড সংলগ্ন আব্দুল লতিফ মন্ডল সুপার মার্কেটে এ শো-রুমের উদ্বোধন করছেন হয়েছে।
উদ্বোধন করেন মোঃ সুমন তালুকদার,পরিচালক আর আর ডিজিটাল সার্ভিস রেল স্টেশন কাউনিয়া, অবসর প্রাপ্ত সেনা সদস্য মোঃ হারুন অর রশীদ, সরকার এন্ড ডিস্ট্রিবিউটার মোঃ সেলিম হোসেন সরকার এন্ড থাই এ্যালুমিনিয়াম এর পরিচালক মোঃ মানিক সরকার, বল্লভ বিষু মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ মকবুল হোসেন, মেসার্স সরকার টেডার্স পরিচালক মোঃ শহিদুল ইসলাম শামীম সরকার, ব্যবসায়ী মোঃ আবু সিদ্দিক প্রমুখ। পরে সরকার গ্লাস এন্ড থাই এ্যালুমিনিয়াম পক্ষ থেকে গেঞ্জি ও পুরস্কার বিতরন করা হয়। এর আগে অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে শেষে সকল ব্যবসায়িকদের সাফল্য কামনা করে দোয়া করা হয়। সরকার এন্ড থাই এ্যালুমিনিয়াম এর পরিচালক মোঃ মানিক সরকার বলেন আমি গ্রাহকদের বিভিন্ন পুরষ্কারের ব্যবস্থা করি এবং সততার সাথে কাজ ও বিভিন্ন মালামাল বিক্রি করি । আমার জন্য দোয়া করবেন এ আদর্শ যেন ধরে রাখতে পারি।
0 coment rios: