কাউনিয়া (রংপুর)প্রতিনিধিঃ- কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠান মঙ্গলবার বেলা এগারোটায় পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়। সারাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আশরাফুল ইসলামের সভাপতিত্বে ও ইউপি সচিব মোঃ আশরাফ উদ্দিন বাবুর সঞ্চালনায় এ বাজেট ঘোষণা করা হয়। অনুষ্ঠানে ২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা করেন চেয়ারম্যান জনাব আলহাজ্ব মোঃ আশরাফুল ইসলাম।
এর আগে গত ৪ এপ্রিল ২০২৩ তারিখে ইউপি সভায় খসড়া বাজেট প্রস্তুত করে সন্মানিত নাগরিকদের অবগতির জন্য প্রদান করা হয়। আজ ৩০ মে ২০২৩ খ্রী. সারাই ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত উন্মুক্ত বাজেটঅধিবেশনে তিনি জনতার কন্ঠভোটে বাজেট পাশ করান। বাজেটের বিভিন্ন বিষয় নিয়ে জনতারসাথে আলোচনায় অংশ নেন ইউপি সদস্য মোঃ বাবুল হোসেন, মোঃ নাজমুল ইসলাম, সংরক্ষিত নারী আসনের সংসদ্য মোছাঃ ঝরনা বেগম, সমাজ সেবক মোঃ আবু বকর সিদ্দিক, স্থানীয় সচেতন নারী মোছাঃ নুরুন্নাহার, মোছাঃ মনজিলা বেগম, মোছাঃ আংগুরা বেগম, মোছাঃ সোহাগী বেগম, মোছাঃ নার্গিস বেগম, মোছাঃ মোক্তারা বেগম মোছাঃ বানেছা বেগম প্রমুখ।পরে ইউনিয়ন পরিষদের মোট আয় ২ কোটি, ৯৪ লাখ, ৫৭ হাজার, ৫৬ টাকা এবং ব্যয় ২ কোটি ৯২ লাখ, ৯৫ হাজার, ৫শত ৭৬ টাকা এবং ১লাখ,৬১ হাজার,৪শত ৮০ টাকা উদ্বৃত্ত ধরে বাজেট ঘোষণা করেন।
0 coment rios: