সংবাদ শিরোনাম
লোডিং...
Menu

Thursday, May 18, 2023

হারাগাছ মেট্রোপলিটন থানার ওসির ”বিদায় ও বরণ সংবর্ধণা’’ অনুষ্ঠিত।

রতন রায়হান, রংপুর : রংপুরের হারাগাছ মেট্রোপলিটন থানার অফিসার ইনচার্জ মোঃ রেজাউল করিমের বিদায় ও নবাগত অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক কে বরণ উপলক্ষে ”বরণ ও বিদায় সংবর্ধণা” অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (১৭ই মে) রাত ১০:০০ ঘটিকায় হারাগাছ মেট্রোপলিটন থানার আয়োজনে থানা প্রাঙ্গণে অ


নুষ্ঠিত "বরণ ও বিদায়" সংবর্ধণা অনুষ্ঠানে আমন্ত্রিতদের মধ্যে উপস্থিত ছিলেন, হারাগাছ মেট্রোপলিটন থানা আওয়ামী লীগ এর সভাপতি মোঃ রেজাউল ইসলাম রেজা, বাংলাদেশ আওয়ামী লীগ হারাগাছ পৌর শাখার সভাপতি মোঃ জামিল আকতার, , হারাগাছ প্রেসক্লাবের সভাপতি মোঃ আয়নাল হক, হারাগাছ পৌর ব্যবসায়ী সমিতির সভাপতিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, ওসি রেজাউল করিম ২৭/১২/২০২১ ইং থেকে শুরু করে ১৭/০৫/২০২৩ ইং পর্যন্ত নিষ্ঠার সহীত হারাগাছ মেট্রোপলিটন থানায় দায়িত্ব পালন করেন। হারাগাছ পৌর আওয়ামী লীগের সভাপতি জামিল আক্তার তার বক্তব্যে বিদায়ী ওসির প্রশংসা করে নবাগত ওসিকে তার ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান। হারাগাছ থানার এস আই কমল মহন্তের সঞ্চালনায় অনুষ্ঠানের আলোচনা সভায় বিদায়ী ওসি মোঃ রেজাউল করিম বলেন, এখানকার সাধারণ মানুষ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সাংবাদিকরা পুলিশের জনবান্ধব কাজে সবসময় সহযোগিতার হাত প্রসারিত করেছেন। তাই এখানে যে কোন পরিস্থিতিতে কাজ করে সফলতা আনা সম্ভব হয়েছে। এখানকার মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল। কারো সহযোগিতা ছাড়া একা ওসি'র বা পুলিশের পক্ষে মানবিক পুলিশ হওয়া সম্ভব নয়। এ সময় তিনি হারাগাছ বাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে নবাগত ওসি মোজাম্মেল হক তার বক্তব্যে বলেন, আমি হারাগাছ থানায় ওসি হিসেবে নতুন। নিষ্ঠার সাথে আমি যেন সরকারি দায়িত্ব পালন করতে পারি তাই স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও প্রশাসনিক সকল দপ্তর প্রধান, সুশীল সমাজ, ব্যবসায়িক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করছি। পরিশেষে থানা পুলিশ সদস্যরা বিদায়ী ও নবাগত কর্মকর্তাকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানান।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: