কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ কাউনিয়া হারাগাছে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ২৪ এপ্রিল নিহত হারাগাছ ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সোনা মিয়ার হত্যাকারীদের বিচারের দাবীতে শুক্রবার সন্ধ্যা
৬টায় বাংলাদেশ আওয়ামী লীগ হারাগাছ ইউনিয়ন শাখা ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে হারাগাছ বকুলতলা বাজার থেকে ঘটনাস্থল ইমামগঞ্জ স্কুল এন্ড কলেজ মাঠ প্রদক্ষিণ করে জামতলা বাজারে এক সংক্ষিপ্ত সভায় মিলিত হয়।এসময় বক্তব্য রাখেন হারাগাছ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ইয়াছিন আলী বাবু, সাধারণ সম্পাদক মেনাজ উদ্দিন,৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোখলেছুর রহমান মুকুল, হারাগাছ ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ জহুরুল ইসলাম, ২নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল গফুর,হারাগাছ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজার রহমান মিঠু প্রমূখ। বক্তরা ৪৮ ঘন্টার মধ্যে দোষীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনা না হয় তা হলে বৃহত্তর আন্দোলন করা হবে বলে হুশিয়ারী করেন।
0 coment rios: