কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে রংপুরের কাউনিয়া উপজেলার বীর মুক্তিযোদ্ধার হাতে ঈদের উপহার হিসেবে পাঞ্জাবী তুলে দেওয়া হয়েছে।
রবিবার সকাল ১১ টার দিকে রংপুর জেলা আওয়ামী লীগের সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও জেলা আওয়ামীলীগের আহব্বায়ক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কোম্পানি কমান্ডার সরদার আব্দুল হাকিমের ব্যক্তিগত তহবিল থেকে কাউনিয়া বালিকা দ্বীমুখি উচ্চবিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা কোম্পানি কমান্ডার সরদার আব্দুল হাকিম হলরুমে ঈদের পোশাক বিতরণ করা হয়।এসময় উপস্থিত মুক্তিযোদ্ধা অথবা তার পরিবারের সদস্যদের হাতে এই উপহার তুলে দেন মুক্তিযুদ্ধকালীন কোম্পানি কমান্ডার (দুলাল) বীর মুক্তিযোদ্ধা সরদার আব্দুল হাকিম, এসময় আরো উপস্থিত ছিলেন কাউনিযয়া উপজেলা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হযরত আলী,বীর মুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম, ডাক্তার আজহার লতিফ, আবুল কালাম আজাদ ও সোলাইমান ইসলাম সহ প্রমুখ। বীর মুক্তিযোদ্ধা সরদার আব্দুল হাকিম জানান, ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেওয়ার জন্যই আমাদের বীর সন্তানদের জন্য সামান্য উপহার এটি। আমার ব্যক্তিগত তহবিল থেকে তাদের মাঝে বিতরণ করেছি।


0 coment rios: