কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ শুক্রবার (২৮ এপ্রিল)সিপিএসসি, র্যাব-১৩, রংপুর একটি গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, লালমনিরহাট হতে রংপুরগামী একটি ইজিবাইকে কতিপয় মাদক ব্যবসায়ী গাড়ির ভিতরে কৌশল অবলম্বন করে অবৈধ মাদক ফেন্সিডিল বহন করে নিয়ে যাচ্ছে।
উক্ত তথ্যের ভিত্তিতে ইজিবাইক সনাক্ত করণের লক্ষ্যে সিপিএসসি, র্যাব-১৩, রংপুর এর একটি চৌকস আভিযানিক দল তৎপর হয়। পরবর্তীতে মাদক বহনকারী ইজিবাইকটি সনাক্ত হলে আভিযানিক দল 9টার সময় লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার রুদ্রেশ্বর গ্রামের এস কে এস বাজারে পাকা রাস্তার উপর মাদক বহনকারীর ইজিবাইকে তল্লাশি চালিয়ে চালকের সিটের নিচ থেকে ০১টি বস্তার ভিতর হতে ৯৪ বোতল ফেন্সিডিল উদ্ধার ও ইজিবাইক জব্দসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানাধীন কাঞ্চসর গ্রামের মেহের আলীর ছেলে মোঃ বারেক (২৪) এবং একই উপজেলার সাকাতি গ্রামের এলাকার মনিরুদ্দিন এর ছেলে মোঃ সালাম (৬০)।র্যাব-১৩’র অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক মিডিয়া ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাদের সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে র্যাবের কার্যক্রম অব্যাহত রয়েছে। সিপিএসসি, র্যাব-১৩, রংপুর কর্তৃক লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানায় একটি নিয়মিত মাদক মামলা রজু করা হয়েছে। উক্ত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


0 coment rios: