কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ পবিত্র রমজান মাসেও টাকার বিনিময়ে চলছে জুয়া। জুয়া খেলে নিঃস্ব হয়েছে অনেকে তবুও উপজেলার বিভিন্ন এলাকায় জুয়াখেলা অব্যাহত রয়েছে। কাউনিয়া থানা পুলিশ গোপন সংবাদেও ভিত্তিতে অভিযান চালিয়ে
বৃহস্পতিবার রাতে উপজেলার বালাপাড়া ইউনিয়নের গদাই ওয়াপদা বাঁধে জুয়া খেলা অবস্থায় ৮ জন জুয়ারি কে জুয়া খেলার আলামত সহ হাতে নাতে আটক করে। থানাসূত্রে জানাগেছে কাউনিয়া থানা অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ’র নির্দেশে এসআই ওসমান গনি, এসআই আতিয়ার, এসআই রাসেল পারভেজসহ একটি পুলিশ দল গদাই গ্রামে অভিযান চালিয়ে জুয়া খেলার আলামতসহ ৮জুয়ারী কে আটক করে। আটক কৃত জুয়ারিরা হলেন উপজেলার হরিশ্বর গ্রামের নগেন চন্দ্রের পুত্র সুকুমার চন্দ্র (৪৫), গদাই গ্রামের আজিমুদ্দিনের পুত্র ইসরাফিল (৩৮), একই গ্রামের বাবু মন্ডলের পুত্র আব্দুল লতিফ (৩০), সাহাজ উদ্দিনের পুত্র আবিদুল ইসলাম (৩৯), আকবার হোসেনের পুত্র সাজু মিয়া (৩২), হরিশ্বর গ্রামের মনোরঞ্জন বর্ম্মনের পুত্র শ্রী মন্টু রাম বর্মন (৩৮), পাঞ্জরভাঙ্গা গ্রামের রনজিৎ চন্দ্রের পুত্র শ্রী শুভ চন্দ্র (১৯) । কাউনিয়া থানা অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ বলেন গ্রেফতারকৃত জুয়ারিদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
.jpg)

0 coment rios: