কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ কাউনিয়ার তিস্তা সেতু সংলগ্ন পাঞ্জরভাঙ্গা গ্রামে আর-কে রোডে শনিবার রাতে ১ কেজি ৫শ' গ্রাম গাঁজা সহ দুই অটোরিকশা চালক সহ ২ জন কে আটক করেছে পুলিশ। থানা সূত্রে
জানাগেছে উপজেলার বালাপাড়া ইউনিয়নের পাঞ্জরভাঙ্গা গ্রামে আর-কে রোড দিয়ে অটোরিকশা যোগে মাদকের চালান যাওয়ার খবর পেয়ে এস আই আতিয়ার রহমান সহ একদল পুলিশ রাস্তায় গাড়ি তল্লাশি চালাতে থাকে। এসময় রাস্তায় পুলিশ দেখে অটোরিকশা চালক লালমনিরহাট সদর উপজেলার তিস্তা দালাল পাড়ার বাসিন্দা জোবেদ আলীর পুত্র রেজাউল মিয়া (৫৫) ও একই এলাকার রুহুল আমিন এর পুত্র আনিছুর রহমান (২৭) দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ তাদের কে আটক করে হাতে থাকা নীল ব্যাগে তল্লাশি চালিয়ে ১ কেজি ৫শ' গ্রাম গাঁজা সহ তাদের ২ জন কে আটক করে। এসময় ২ টি মোবাইল সেট ও অটোরিকশা টি উদ্ধার করা হয়েছে। কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি মোন্তাছের বিল্লাহ বলেন আটক ২ আসামীর বিরুদ্ধে ১৯(ক)/৩৮/৪১ধারায় মামলা দায়ের করা হয়েছে। আসামিদের রবিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।


0 coment rios: