কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ মেডিসিন গাইনী চর্ম ও শিশু রোগের চিকিৎসা এখন কাউনিয়ার দ্বোর গোড়ায় পৌঁছে গেছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের এমবিবিএস ডাঃ মোসাঃ রওশন আরা প্রতি
বৃহস্পতিবার বিকাল ৩ টা থেকে রাত ৭ টা পর্যন্ত হেলথ্ লাইন মেডিসিন, উপজেলা গেট,স্টেশন রোড কাউনিয়ার চেম্বারে বসেন। গত বৃহস্পতিবার এ চিকিৎসা সেবা চেম্বারের উদ্ধোধন করা হয়েছে। উদ্ধোধনী দিনে প্রায় অর্ধ শতাধিক রোগী কে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন ডাঃ মোসাঃ রওশন আরা বিসিএস (স্বাস্থ্য) সি এম ইউ( আল্ট্রা) অ্যানেসথিয়া বিশেষজ্ঞ (ডি এ)।তিনি গাইনি ও গর্ভবতী নারীদের পর্দার সাথে চেক আপ এবং সময় নিয়ে আন্তরিকতার সাথে রোগীদের চিকিৎসা সেবা প্রদান করায় চিকিৎসা নিতে আসা রোগীরা বেশ খুশি।


0 coment rios: