কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটি ঘোষিত ১০ দফা দাবিতে পদযাত্রা কর্মসূচী গতকাল শনিবার বিকেলে পালন করা হয়েছে। বিএনপি হারাগাছ
ইউনিয়ন শাখার উদ্যোগে খানসামা হাট দলীয় অফিসের সামন থেকে পদযাত্রাটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। এতে হারাগাছ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রাকিবুল হাসান পলাশের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জেন। বক্তব্য রাখেন হারাগাছ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর আলম, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক রেজাউল করিম পিয়াস, যুবদল ইউনিয়ন শাখার আহবায়ক জহুরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম পাটোয়ারী, কৃষক দলের আহবায়ক আবু বক্কর সিদ্দিক, ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক মাসুদার রহমান প্রমূখ। বিএনপি নেতৃবৃন্দ পদযাত্রাটি নিয়ে ইমামগঞ্জ স্কুল এন্ড কলেজ বাজার অভিমুখে যাওয়ার পথে পুলিশ বাধা দেয়। এছাড়াও উপজেলার সকল ইউনিয়নে একই ধরনের কর্মসূচী পালন করা হয়।
.jpg)

0 coment rios: