রতন রায়হান , রংপুরঃ হারাগাছ সাহিত্য সংসদের ১৫তম মাসিক সাহিত্য আসর হারাগাছের হকবাজারস্থ অস্থায়ী কার্যালয়ে আজ ২১ জানুয়ারী রোজ শনিবার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি দিলগীর আলম।
উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা কবি ইতিহাসবিদ আবুল কাশেম মাস্টার। উপদেষ্টা কবি আহসান হাবীব শাহজাহান মাস্টার।
সম্পাদক ময়নুল ইসলামের সঞ্চালনায় ছড়া পাঠ করেন ছড়াকার আরাফাত সম্রাট, কবিতা পাঠ করেন কবি ও গল্পকার মাসুম মোরশেদ, কবি তাপস মাহমুদ, কবি মমিনুর রহমান।
শেষে কবি মুয়াখ্যিরা স্বপ্নার সুস্থতা কামনা দোয়া কামনা করা হয়।


0 coment rios: