কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়া উপজেলার রামকৃষ্ণপুর(জুমআরপাড়) এলাকায় রাস্তার পাশে পড়ে থাকা বস্তাবন্দি অবস্থায় জীবন্ত এক যুবককে উদ্ধার করেছে কাউনিয়া থানা পুলিশ। মঙ্গলবার রাতে তাকে উদ্ধার করা হয়। কাউনিয়া থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার
কুর্শা ইউনিয়নের রামকৃষ্ণপুর জুমআরপাড় এলাকায় রাস্তার পাশে একটি ভর্তি বস্তা দেখতে পেয়ে স্থানীয় লোকজন কাউনিয়া থানায় খবর দেয়। পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে গিয়ে বস্তা খুলে অজ্ঞান অবস্থায় এক যুবককে উদ্ধার করে কাউনিয়া হাসপাতালে নিয়ে আসেন। আজ শুক্রবার(২৭ জানুয়ারী) বেলা এগারোটায় হাসপাতালে খোঁজ নিতে গিয়ে জানা যায় যুবকের নাম মোঃ খোকন মিয়া(ডাক নাম রোকন) পিতা মোঃ তয়জাল হক,গ্রামঃ ডোনার চর(পশ্চিম পাড়ার)ইউনিয়নঃ যাদুর চর, থানা ঃ রৌমারি জেলাঃ কুড়িগ্রাম। রোকন এখন সুস্থ কথা বলতে পারে ।
রোকন জানায় গত শনিবার (২১ জানুয়ারী) মা’র চিকিৎসা ও পাসপোর্ট করে বিদেশ যাবে এজন্য এনআডি কার্ড করতে ঢাকা থেকে নিজ বাড়ীতে আসে। সোমবার সন্ধা ৭.৩০ মিনিটে সে বাড়ির গেট পার হতেই তার মূখ ও চোখ চেপে ধরে ভুট্টা ক্ষেত দিয়ে নিয়ে যায়, তার সাথে থাকা মায়ের চিকিৎসা করানোর জন্য ৩৫ হাজার টাকা কেড়ে নিয়ে তাকে কিছু একটা খাওয়ানোর পর আর কিছু মনে নেই । খোকন মিয়ার বড় ভাই রাসেল মিয়া জানান,আমরা দুজন এক সাথে ঢাকায় গার্মেন্টস এ কাজ করি। মায়ের চোখের অপারেশন করতে বাড়িতে আসছে । আমার ছোই ভাইকে হত্যার উদ্দেশ্য কারা এমন জঘন্য কাজ কলো আমি তাদের উপযুক্ত শাস্তি চাই। তার চাচাতো বড় বোন বলেন, তিন দিন পর আল্লাহর রহমতে আজ কথা বলছে ,এর সঠিক বিচার চাই। রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা,রুপ কুমার সরকার বলেন, আমরা তদন্ত করেছি বাকীটা ভিক্টিম এর কাছে শুনে তদন্ত করবো।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোন্তাছের বিল্লাহ বলেন, যুবককে উদ্ধার করে কাউনিয়া হাসপাতালে ভর্তি করার পর এখন কিছুটা সুস্থ সে কথা বলতে পাচ্ছে। উদ্ধারের পর একটা নম্বর দিয়েছে। সেই নম্বরে ফোনদিয়ে জানতে পারি , ওই যুবক কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার যাদুরচর এলাকার তয়জুল হকের ছেলে খোকন মিয়া (২০) খবর পেয়ে বাড়ি থেকে লোকজনকে এসেছে পুরোপুরি সুস্থ হলেই পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সে কাউনিয়া হাসপাতালে চিকিৎসাধীন আছে।

0 coment rios: