কাউনিয়া রংপুর প্রতিনিধিঃ
রংপুরের কাউনিয়ার ৪ শারীরিক প্রতিবন্ধী পরিবারকে সরকারি ঘর দেয়ার আশ্বাস দিয়েছেন কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা তারিন।একই পরিবারের ৪ শারীরিক প্রতিবন্ধিকে নিয়ে, ঢাকা থেকে প্রকাশিত দৈনিক মুক্তখবর পত্রিকা এবং অনলাইন নিউজ পোর্টাল উত্তরের খবরসহ বিভিন্ন পত্র-পত্রিকায় খবরটি প্রকাশিত হলে কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টিগোচর হয়।
এরই প্রেক্ষিতে তিনি গত সোমবার তালুক শাহবাজ গ্রামে ওয়াবদা বাঁধের বসবাসরত প্রতিবন্ধিদের বাড়িতে গিয়ে এ আশ্বাস প্রদান করেন। এ সময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তর থেকে কম্বল ও শুকনো খাবার দেয়া হয়েছে তাদের। প্রতিবন্ধিদের বাড়ি পরিদর্শনকালে তার সাথে ছিলেন, কাউনিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আহসান হাবীবসহ স্থানীয় বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা তারিন বলেন ইতিপূর্বে তাদের প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের সরকারি ভাবে একটি ঘর প্রদান করা হলে তারা একত্রে থাকার জন্য সেখানে যাননি। এখন তাদের জন্য বালাপাড়া ইউনিয়নের হরিশ্বর গ্রামে ৩টি ঘর দেওয়া হবে বলে আশ্বাস প্রদান করেন তিনি।
.jpg)

0 coment rios: