কাউনিয়া (রংপুর)প্রতিনিধিঃ কাউনিয়ায় ট্রেনে পড়ে গিয়ে ঘটনাস্থলে শ্রী নগেন চন্দ্র (৭৫)নামের এক ভিক্ষুকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শী ও জি আরপি থানা পুলিশ সূত্রে জানাগেছে, উপজেলার
হরিশ্বর গ্রামে তকিপল হাটে পরিত্যাক্ত ঘরে বসবাসকারী ভিক্ষুক শ্রী নগেন চন্দ্র (৭৫) শনিবার সকাল সাড়ে সাতটার দিকে কাউনিয়া স্টেশনে ভিক্ষা করার উদ্দেশ্য যাওয়ার সময় রেললাইন পারাপার হতে গিয়ে কাউনিয়া কলেজের সামনে বুড়িমারী থেকে রংপুর গামী ৬১ নং কমিউটার ট্রেনের সাথে ধাক্কা খেয়ে ট্রেনের নীচে পরে গিয়ে মাথা ফেটে ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয়রা জানান, ভিক্ষুক নগেন চন্দ্র (৭৫) এর পৈতৃক নিবাস কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার নারকেল বাড়ী গ্রামে।তার পিতার নাম জয়হরী চন্দ্র। সে দীর্ঘদিন থেকে কাউনিয়ার তকিপল হাটে পরিত্যাক্ত একটি দোকান ঘরে একাকী বসবাস করে ভিক্ষাবৃত্তি করে আসছিল। কাউনিয়া রেলওয়ে জংশন স্টেশন জিআরপি পুলিশ ফাঁরির এস আই আব্দুল মান্নান বলেন দুর্ঘটনার পর পরেই ঘটনা স্থলে গিয়ে ভিক্ষুকের লাশ উদ্ধার করা হয়। কোন অভিযোগ না থাকায় পরিবারের লোকজনের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে জিআরপি থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।


0 coment rios: