কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃরংপুর জেলার কাউনিয়া উপজেলার জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৯ নভেম্বর) বিকেল ৪ টায় কাউনিয়া দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে রংপুর জেলা জাতীয় পার্টির সদস্য এবং উপজেলা জাতীয় পার্টির আহবায়ক এ্যাড. শাহীন সরকারের সভাপতিত্বে এবং রংপুর জেলা জাতীয় পার্টির সদস্য এবং উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোশারফ হোসেনের সঞ্চালনায় এ
সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এবং জেলা জাতীয় পার্টির সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,ভাইস চেয়ারম্যান কার্যনির্বহী ও আহবায়ক,জেলা জাতীয় পার্টি বীর মুক্তিযোদ্ধা আবুল মাসুদ চৌধুরী নান্টু ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও রংপুর জেলা যুব সংহতির সভাপতি হাসিনুজ্জামান নাজিম, সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম সহ জাতীয় পার্টির জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দরা।পরে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউনিয়া উপজেলা কমিটির আহবায়ক এ্যাড. শাহীন সরকার কে সভাপতি, মোঃ মোশারফ হোসেন কে সাধারণ সম্পাদক এবং জাহিদুল ইসলাম জুয়েল কে সাংগঠনিক সম্পাদক হিসেবে কমিটির অনুমোদন দেন জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ।
.jpg)

0 coment rios: