কাউনিয়া(রংপুর) প্রতিনিধিঃ কাউনিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বালাপাড়া ইউনিয়ন হরিশ্বর গ্রামের ভিক্ষুক সুফিয়া বেগম কে দোকানের মালামালসহ
দোকান ঘর তৈরি করে দেওয়া হয়। মালামাল ক্রয় সহ যাবতীয় কাজে ট্যা
গ অফিসার হিসেবে নিয়েজিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ তাজমুল হক সরকার এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক সহ আরো অনেকে। উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার ২০ জন ভিক্ষুক কে ৫০ হাজার করে টাকা দিয়ে গালামাল দোকান,রিকশা ভ্যান,গাভী পালন,ভ্যান প্রদান প্রকল্পের আওতায় সুফিয়া বেগম কে এ দোকান প্রদান করা হয়েছে। পর্যায়ক্রমে ২০ জন ভিক্ষুক কে পূর্ণবাসন করা হবে বলে জানায় ট্যাগ অফিসার।
.jpg)

0 coment rios: