সংবাদ শিরোনাম
লোডিং...
Menu

Sunday, October 16, 2022

কাউনিয়ায় অনুমোদনহীন কয়েল কারখানার মালিকের ৩০ হাজার টাকা জরিমানা

কাউনিয়া রংপুর প্রতিনিধি: রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছে পৌরসভার আবাসিক এলাকায় অনুমোদনহীন বেঙ্গল সুপার ও বেঙ্গল কিং কয়েল কারখানার মালিকের ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র সহ অন্যান্য দপ্তরের অনুমোদনের কাজগপত্র না থাকায় কারখানায় কয়েল উৎপাদন বন্ধে নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল রবিবার বিকেলে কয়েল কারাখায় অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

রংপুরের সহকারী পরিচালক আফসানা পারভীন। এসময় তার সঙ্গে ছিলেন জেলা ক্যাবের সম্পাদক আহসানুল হক তুহিন, রংপুর মেট্টোপলিটন হারাগাছ থানার এসআই জাহাঙ্গীর আলম সহ একদল পুলিশ। আফসানা পারভীন জানান, পরিবেশ অধিদপ্তর, বিএসটিআই সহ অন্যান্য সরকারি দপ্তরের অনুমোদন ছাড়াই কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর এলাকার গফুরটারী মধ্যপাড়া আবাসিক এলাকায় সাগর এন্টারপ্রাইজ নামে একটি কয়েল কারখানা স্থাপন করে সেখানে কয়েল উৎপাদন করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার কারখানাটিতে অভিযান পরিচালনা করা হয়। তিনি বলেন, আবাসিক এলাকায় কিভাবে কয়েল কারখানা গড়ে উঠে এটা বোধগম্য নয়। অভিযানের সময় কারখানার ভিতর আমরাই কয়েলের কেমিক্যালের গন্ধে বেশীক্ষণ থাকতে পারি নাই। আফসানা পারভীন বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় কয়েল কারখানা সাগর এন্টারপ্রাইজের মালিক মোস্তফা আল মাহমুদের ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং কারখানায় কয়েল যদি কয়েল কারখানায় উৎপাদন অব্যাহত রাখে তাহলে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাকে সঙ্গে নিয়ে আবারো অভিযান পরিচালনা করা হবে এবং কারখানার মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: