কাউনিয়া( রংপুর) প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়া উপজেলার শহীদবাগ বল্লভবিষু মহা শ্বশ্বান কালীমন্দিরে কালী ও শিবদেবের প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাতের কোনো এক সময় মন্দিরের দরজা খুলে ভেতরে প্রবেশ করে এই ঘটনা ঘটানো হয়। মন্দির কমিটির নেতারা জানান, উপজেলার শহীদবাগ ইউনিয়নের বল্লভবিষু মহা শ্বশ্বান কালী মন্দিরে রোববার রাতের আঁধারে কে বা কারা দরজা খুলে ভেতরে প্রবেশ করে প্রতিমা ভাঙচুর করেছে। সোমবার সকালে উঠে হরিশ চন্দ্র নামের স্থানীয় এক
সেবায়েত মন্দিরে পূজা দিতে এসে বাঁশের গেট খোলা এবং ভেতরে কালী ও শিবদেবের প্রতিমা ভাঙা দেখতে পেয়ে মন্দির কমিটির নেতা ও স্থানীয় লোকজনকে জানান। শহীদবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান বলেন, এটি পরিকল্পিত ঘটনা বলে ধারণা করা হচ্ছে। প্রতিমা ভাঙচুরের খবর ছড়িয়ে পড়লে সনাতন ধর্মের লোকেরা কালী মন্দিরে জড়ো হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক মো. আসিব আহসান, জেলা পুলিশ সুপার মো. ফেরদৌস আলী চৌধুরী,
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মধুসুদন রায়, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা তারিন, সহকারী পুলিশ সুপার সি সার্কেল আশরাফুল আলম পলাশ, ভাইস-চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, কাউনিয়া থানার ওসি মো. মোন্তাছের বিল্লাহ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উপজেলা সম্পাদক অভয় চন্দ্র বর্মণ ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সুশান্ত সরকার।রংপুর জেলা পুলিশ সুপার মো. ফেরদৌস আলী চৌধুরী বলেন, আমরা জানার সঙ্গেই ঘটনাস্থল আসি। এ ঘটনা যারাই ঘটিয়েছে তাদের আমরা আইনের আওতায় আনব। ঘটনাস্থলে পিবিআই, সিআইডি, ডিবি ও পুলিশ তদন্ত করছে। এ ঘটনায় মামলা হবে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।জেলা প্রশাসক মো. আসিব আহসান বলেন, এখানে যে ঘটনাটি ঘটেছে তা প্রতিমাকে অসম্মান করা হয়েছে। যারা এই অন্যায় কাজটি করেছে তাদের আইনের আওতায় আনা হবে। এই এলাকায় যে দীর্ঘদিনের শান্তিপ্রিয় সম্প্রতি অব্যাহত রয়েছে তা বিশৃঙ্খলা সৃষ্টি করতে কেউ এই কাজ করছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।জেলা প্রশাসক আরও বলেন,বল্লভবিষু মহাশ্মশান কালীমন্দিরে নতুন করে প্রতিমা স্থাপনের জন্য সরকারিভাবে সহায়তা করা হবে।



0 coment rios: