সংবাদ শিরোনাম
লোডিং...
Menu

Friday, October 14, 2022

মোটরযান অপরাধে কি শাস্তি বা জরিমানা

১৩৭ ধারা:

যে সকল অপরাধের জন্য মোটরযান আইনে সুনির্দিষ্ট শাস্তির ব্যবস্থা নেই। সেক্ষেত্রে ২০০ টাকা জরিমানা, অপরাধের পুনরাবৃত্তি ঘটলে তা ৪০০ টাকা পর্যন্ত হতে পারে।
১৩৮ ধারা:
লাইসেন্স ছাড়া গাড়ি চালালে সর্বোচ্চ চার মাসের কারাদণ্ড অথবা ৫০০ টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে।
১৩৯ ধারা:
নিষিদ্ধ হর্ন কিংবা শব্দ উৎপাদনকারী যন্ত্র সংযোজন বা ব্যবহার করলে সর্বোচ্চ ১০০ টাকা জরিমানা হতে পারে।
১৪০(১) ধারা:
আদেশ অমান্য, বাধা সৃষ্টি ও তথ্য প্রদানে অস্বীকৃতি জানালে ৪০০ টাকা জরিমানা।
১৪০(২) ধারা:
ওয়ানওয়ে সড়কের বিপরীত দিকে গাড়ি চালানো ২০০ টাকা জরিমানা।
১৪১(১) ধারা:
ড্রাইভিং লাইসেন্স পাওয়ার অযোগ্য হওয়ার কথা গোপন রেখে পুনরায় ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ করলে সর্বোচ্চ তিন মাসের কারাদণ্ড অথবা ৫০০ টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে।
১৪১(৩) ধারা: কোনো কর্তৃপক্ষ কর্তৃক বৈধ ড্রাইভিং লাইসেন্স চাহিবামাত্র প্রদর্শন করতে ব্যর্থ হলে ৫০ টাকা জরিমানা হতে করা হতে পারে।
১৪২ ধারা:
দ্রুতগতিতে গাড়ি চালালে প্রথমবার একমাস কারাদণ্ড অথবা ৩০০ টাকা জরিমানা অথবা উভয়দণ্ড হতে পারে। পরবর্তী এ অপরাধের জন্য সর্বোচ্চ ৩ মাস কারাদণ্ড অথবা ৫ হাজার টাকা জরিমানা এবং একমাসের জন্য ড্রাইভিং লাইসেন্স সাসপেন্ড করা হতে পারে।
১৪৩ ধারা:
বেপরোয়াভাবে কিংবা বিপজ্জনকভাবে গাড়ি চালালে প্রথমবার অপরাধের জন্য ৬ মাসের কারাদণ্ড অথবা ৫০০ টাকা জরিমানা এবং ড্রাইভিং লাইসেন্স একটি নির্দিষ্ট সময়ের জন্য সাসপেন্ড থাকবে।
১৪৪ ধারা:
মদ্যপান কিংবা মাদকদ্রব্য সেবনের পর মাতাল অবস্থায় গাড়ি চালালে প্রথমবার সর্বোচ্চ তিন মাস কারাদণ্ড অথবা এক হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে।
১৪৫ ধারা:
শারীরিক কিংবা দৈহিকভাবে অনুপযুক্ত অবস্থায় গাড়ি চালালে প্রথমবার সর্বোচ্চ ৫০০ টাকা জরিমানা এবং তার ড্রাইভিং লাইসেন্স একটি নির্দিষ্ট সময়ের জন্য বাতিল থাকবে।
১৪৬ ধারা:
দুর্ঘটনা সংক্রান্ত যে সকল অপরাধে থানায় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এমন ক্ষেত্রে ৫০০ টাকা জরিমানা এবং পরবর্তী অপরাধের জন্য সর্বোচ্চ ৩ মাস কারাদণ্ড হতে পারে।১৪৮ ধারা:
মোটরগাড়ির দৌড়বাজি অপরাধের জন্য সর্বোচ্চ একমাস কারাদণ্ড অথবা ৫০০ টাকা জরিমানা এবং তার লাইসেন্স এক বছরের জন্য সাসপেন্ড করা যাবে।
১৪৯ ধারা:
নিরাপত্তাবিহীন অবস্থায় গাড়ি চালালে সর্বোচ্চ একমাস কারাদণ্ড অথবা ২৫০ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন। পরবর্তী অপরাধের ক্ষেত্রে সর্বোচ্চ ৩ মাস কারাদণ্ড অথবা ১ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ড হতে পারে।
১৫০ ধারা:
স্বাস্থ্যের ক্ষতি হতে পারে এমন ধোঁয়া বের হওয়া মোটরযান চালালে সর্বোচ্চ ২০০ টাকা জরিমানা হতে পারে।
১৫২ ধারা:
রেজিস্ট্রেশন, ফিটনেস সার্টিফিকেট অথবা পারমিট ব্যতীত মোটরযান চালালে প্রথমবার অপরাধের জন্য সর্বাধিক ৩ মাস কারাদণ্ড অথবা সর্বোচ্চ ২ হাজার টাকা পর্যন্ত জরিমানা কিংবা উভয়বিধ দণ্ডে দণ্ডিত হতে পারেন।
১৫৪ ধারা:
অননুমোদিত ওজন অতিক্রমপূর্বক গাড়ি চালালে সর্বোচ্চ ১ হাজার টাকা জরিমানা হতে পারে।
১৫৫ ধারা:
বিমা ছাড়া মোটরযান চালালে সর্বোচ্চ ২ হাজার টাকা জরিমানা হতে পারে।
১৫৭ ধারা:
প্রকাশ্য সড়কে অথবা প্রকাশ্য স্থানে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে সর্বোচ্চ ৫০০ টাকা জরিমানা অথবা মোটরযান কিংবা খুচরা যন্ত্র বাজেয়াপ্ত করা হতে পারে।
১৬০ ধারা:
ইউনিফর্মধারী পুলিশ অফিসারের সামনে কেউ ৩২, ৫১, ১৪৩, ১৪৪, ১৪৫, ১৪৬, ১৪৭, ১৪৮, ১৪৯, ১৫৪ কিংবা ১৫৬ ধারার অপরাধ করলে তিনি বিনা ওয়ারেন্ট গ্রেফতার করার ক্ষমতা রাখেন।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: