কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়ন পরিষদ হল রুমে বৃহস্পতিবার পুলিশ ও জনতার মধ্যে পারস্পারিক মতবিনিময় সভা ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।কাউনিয়া থানা অফিসার ইনর্চাজ মোন্তাছের বিল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য
রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (এ এসপি) মধুসুদন রায়, সহকারী পুলিশ সুপার এএসএফ অতিরিক্ত দায়িত্ব (সি সার্কেল) মোঃ আশরাফুল আলম, ওসি (তদন্ত) সেলিমুর রহমান,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জমসের আলী, হিন্দু বোদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের সভাপতি পরেশ চক্রবর্তী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সরিফুল ইসলাম, ইউপি সদস্য সোহরাব হোসেন, বদিয়ার রহমান প্রমূখ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলার উন্নতি ও আসন্ন দূর্গা পূজা উৎসব যাতে নির্বিঘ্নে পালিত হয় সে বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী কে সজাগ থাকার আহব্বান জানানো হয়।


0 coment rios: