সংবাদ শিরোনাম
লোডিং...
Menu

Thursday, September 22, 2022

সকলের সহযোগিতায় বাঁচতে চায় শিশু ইছা মিয়া

কাউনিয়া (রংপুর)প্রতিনিধি: বয়স মাত্র ৫ বছর। এ বয়সে শিশুরা যখন আনন্দময় শৈশবকে উপভোগ করে ঠিক তখন বিছানায় শুয়ে যন্ত্রণায় ভুগছে ইছা মিয়া নামের ছোট্ট এই শিশুটি। এ বয়সেই তার শরীরে বাসা বেঁধেছে মরণঘাতী ক্যান্সার।

মো:ইছা মিয়া রংপুর জেলার কাউনিয়া উপজেলার ৩নং কুর্শা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ক্ষিদ্রা উপঞ্চকি গ্রামের মৃত আবসার আলীর ছেলে৷ ইছা জন্ম গ্রহনের ৩মাসের মাধায় মারা যান বাবা আবসার আলী। অভাবের সংসারে মা ইসমোতারা বেগম কোন রকমে একমাত্র ছেলেকে নিয়ে যখন নতুন করে বাঁচার স্বপ্ন দেখছিলেন তখনেই ক্যান্সার ধরা পড়ে ইছা মিয়ার শরীরে আর তখনই জীবন নিয়েই শঙ্কায় পড়েছে তার মা। অভাবের সংসারে এখন সন্তানকে বাঁচাতে হিমশিম খাচ্ছেন মা ইসমোতারা বেগম।বছরখানেক আগে হঠাৎ গলা ব্যথার সাথে শ্বাস কষ্ট শুরু হলে স্থানীয় গ্রাম্য ডাক্তারকে দেখিয়ে বেশ কিছুদিন চিকিৎসা করার পর ইছা সুস্থ না হয়ে তা গলা ফুলতে থাকে। পরে কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ এর পরামর্শে ইছা মিয়ার নানা ইসমাইল হোসেন তাকে রংপুরে একজন বড় ডাক্তারকে দেখান৷ সেখানে অবস্থার অবনতি ঘটতে থাকলে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের হিমাটোলজী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা: এ.কে.এম কামরুজ্জামানের কাছে নিয়ে যান। সেখানেও ইছার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় দিন দিন সে শুকিয়ে যাচ্ছিলো। এরপর তার নানা - মামা’রা ইছাকে ডা: মো: আব্দুল কাদের জিলানীর শরানোপন্ন হলে তিনি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসক জানান ক্যান্সারে আক্রান্ত হয়েছে ইছা মিয়া৷পরে চিকিৎসকের পরামর্শে ইছাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান তার স্বজনরা৷এই চিকিৎসকের বরাত দিয়ে ইছার মা ইসমোতারা বেগম জানান, ডাক্তার বলেছেন চিকিৎসা করালে ইছাকে সুস্থ করা সম্ভব।ডাক্তারের কথা মতো ইছাকে এখন পর্যন্ত ৮টি কেমোথেরাপি দেয়া হয়েছে। তাকে পুরোপুরি সুস্থ করতে চিকিৎসা চালিয়ে যেতে হবে। তিনি বলেন, অভাবের সংসারে এ পর্যন্ত যা ছিল বিক্রি করে বাবা-ভাইদের সহযোগিতায় ছেলের কোনো রকম ৮টি কেমোথেরাপি দিয়ে চিকিৎসা করিয়েছি।তিনি বলেন মাস পাচেক আগে ছেলেটা অনেকটা সুস্থ হয়েছিলো। কিন্তু এখন সেই আগের অবস্থায় ফিরে গেছে ঠিক মতো খাইতে পারে না দিন দিন শুকিয়ে যাচ্ছে। ইছাকে সুস্থ করতে এখানো অনেকটা পথ পারি দিতে হবে। বাবার অভাবের সংসারে থেকে কিভাবে ছেলের চিকিৎসা করবো সে চিন্তায় রাতে ঘুমাতে পারিনা। তাই সমাজের বিত্তবানরা যদি সহযোগিতায় এগিয়ে আসেন তবে ক্যান্সার আক্রান্ত শিশু ইছাকে বাঁচানো সম্ভব বলে তিনি আশা করেন।ইছাকে সহযোগিতার জন্য যোগাযোগ নানা ইসমাইল হোসেন মোবাইল নং ০১৮২০-৫৪৭০৩৪ মা ইসমোতারা বেগম ০১৭৮৩-০৯৯৯১৬ (রকেট),সোনালী ব্যাংক মীরবাগ শাখার সঞ্চয়ী হিসাব নং ৫০১৫৩০১০১২০০৩।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: