সংবাদ শিরোনাম
লোডিং...
Menu

Thursday, August 25, 2022

কাউনিয়া সরকারি ওয়েবসাইটে হালনাগাদ নেই-বিড়ম্বনায় মানুষ

কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়া সরকারি বিভিন্ন দপ্তরের ওয়েবসাইট ভুল তথ্যে ভরা। হালনাগাদ করা হচ্ছে না কয়েক বছর ধরে। এতে সাধারণ মানুষ সঠিক তথ্য পেতে বিড়ম্বনায় পড়ছেন। জানা গেছে, কাউনিয়া উপজেলার বেশকিছু দপ্তরের কর্মকর্তা ও এসবের সেবার কোনো তথ্য নেই। তথ্য অধিকার আইন ২০০৯ অনুযায়ী যেসব তথ্য স্বপ্রণোদিত হয়ে প্রকাশ করার কথা, ওই সব তথ্যও নেই। এ ছাড়া দপ্তরের কার্যক্রম,

গুরুত্বপূর্ণ নোটিশ, কর্মকর্তাদের সঙ্গে সেবাগ্রহীতাদের যোগাযোগের তথ্য, বিভিন্ন সভার কার্যবিবরণী, উন্নয়ন প্রকল্পের তথ্য এবং সুবিধাভোগীদের তালিকাও নেই ওয়েবসাইটে। অথচ এসব বিষয় দেখার জন্য প্রতিটি উপজেলায় নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সভাপতিত্বে আইসিটি-বিষয়ক কমিটি রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কাউনিয়া ৫৫টি দপ্তরের পৃথক ওয়েবসাইট আছে। এসব পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল ও সরঞ্জামাদি আছে। সরকারি খরচে আছে ওয়াইফাই সংযোগ। এত কিছুর পরও নেই হালনাগাদ তথ্য। সাধারণ মানুষের সেবায় সরাসরি যুক্ত থানা-পুলিশ। জাতীয় তথ্য বাতায়নের কাউনিয়া থানার ওয়েবসাইটে গিয়ে দেখা গেছে, সেখানে তথ্য হালনাগাদ করা হয়নি। ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নাম লেখা মোঃ আজিজুল ইসলাম। তিনি তিন বছর আগে বদলি হয়েছেন। এরপর আরও একজন কর্মকর্তা দায়িত্ব পালন করেছেন। চলতি বছরের জুলাই মাসে ওসি হিসেবে যোগ দিয়েছেন মোঃ মোনতাসের বিল্লাহ। তাঁর সম্পর্কেও সেখানে কোনো তথ্য নেই। উপজেলা আনসার ও ভিডিপি,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স,ডাকঘর,উপজেলা রিসোর্স সেন্টার,উপজেলা বন অফিস,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় ,উপজেলা শিক্ষা প্রকৌশল অফিস,উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতি,উপজেলা সমাজসেবা অফিস,আমার বাড়ি আমার খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংক,উপজেলা পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন,উপজেলা ভূমি অফিস এর কর্মকর্তাদের তথ্য এবং নোটিশ বোর্ডে তথ্য নেই। উপজেলার টেপামধুপুর বুড়িরহাট গ্রামের যুবক মোঃ আব্দুল বাতেন বলেন,কাউনিয়ার অধিকাংশ সরকারি ওয়েবসাইটে তথ্য আপডেট নেই। কিছু কিছু ওয়েবসাইট আছে, যেগুলোতে কর্মকর্তার নাম ও যোগাযোগের করার তথ্য নেই। আমরা এসব থেকে কাক্সিক্ষত সেবা পাচ্ছি না।কুর্শা ইউনিয়নের শিবু গ্রামের মোঃ মোশাররফ বলেন,উপজেলার বিভিন্ন তথ্যের জন্য সরকারি ওয়েবসাইটে ঢুকি। কিন্তু অধিকাংশ ওয়েবসাইটে তথ্য নেই। উপজেলা সহকারী প্রোগ্রামার মৃত্যুঞ্জয় কুমার সেন বলেন,সব দপ্তর-অধিদপ্তরের কর্মকর্তাদের নিয়মিত তথ্য আপডেটের জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আমরা তথ্য আপডেটের জন্য তাঁদের বলেছিও। কিন্তু তাঁরা তথ্য আপডেট না করলে তো আমার দোষ না। 



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: