কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ ২০০৪ সালের ২১শে আগস্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সকোরের মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিত জনসভায় গ্রেনেড হামলার প্রতিবাদে রংপুরের কাউনিয়া উপজেলায় বিক্ষোভ সমাবেশ করেছে কাউনিয়া উপজেলা আওয়ামীলীগ।
২১আগস্ট রবিবার বিকেলে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে দ্বি-মূখী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিবাদ সমাবেশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া’র সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দিলদার আলী সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জয়নুল আবেদীন, সাইফুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক এম এ হান্নান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জমশের আলী, ইউনিয়ন আওয়ালীগের সভাপতি আনছার আলী, সফিকুল ইসলাম সফি, সাধারণ সম্পাদক দিলদার আলীসহ আওয়ামীলীগ ও তার সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।সমাবেশে বক্তারা বলেন ২১শে আগস্ট আওয়ামীলীগের সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিত জনসভায় গ্রেনেড হামলা করা হয়। এই হামলার সাথে জড়িতদের দ্রæত রায় প্রদান করে ফাঁসি দেওয়ার দাবি জানান বক্তারা।সমাবেশ শেষে সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

0 coment rios: